খুব সহজে Desktop থেকে CD-DVD ড্রাইভ খুলুন এবং লাগান কোন প্রকার ঝামেলা ছাড়া ।

প্রিয়  techtunes.io এর সম্মানিত পাঠকবৃন্দ আমার সালাম নিবেন ”আচ্ছালামুআলাইকুম” ।  এই  ব্লগ-সাইটে এইটা আমার জীবনের প্রথম পোষ্ট তাই ভুল হবেই । আর আমি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন । আর যদি আপনাদের আমার এই লিখা ভাল লাগে তাহলে নিয়মিত আমার লিখা উপহার দেয়ার চেষ্টা করব । আপনাদের আজ আমি এমন একটি সফটওয়্যার দিব যা ইনস্টল দিতে হবে না এমন কি সফটওয়্যার টি ওপেন করতে হবে না শুধু ডাবল ক্লিক করলেই কাজ হবে । নতুন পাঠকবৃন্দ আপনারা ভাবছেন আমি পাগলের মত এগুলো কি বলছি । যাই ভাবেন কথাটা কিন্তু ১০০% সত্য । আর একটি মজার কথা হল, সফটওয়্যারটির Rar ফাইল এর সাইজ মাএ ৮ কিলোবাইট । এবার কাজের কথায় আসি আপনারা হয়তো  CD-DVD রাইটার খুলতে এবং বন্ধ করতে বার-বার My Computer/Computer ‍এ যান এবং খুব বিরক্তি লাগে, তাহলে ধরুন আজ থেকে আপনাদের বিরক্তির দিন শেষ । আজ আপনাদের আমি যে সফটওয়্যার টি দিব এটি দিয়ে আপনি খুব সহজে Desktop ‍এ থেকেই আপনার CD-DVD রাইটার খুলতে পারবেন আবার বন্ধ করতে পারবেন । এটি তে কোন প্রকার ঝামেলা নেই, শুধু ডাবল ক্লিক করলেই আপনার CD-DVD রাইটার খুলতে পারবেন আবার বন্ধ করতে চাইলে আবারও ডাবল ক্লিক করবেন তাহলেই বন্ধ হয়ে যাবে । এই সুবিধাগুলো পেতে আপনাকে যা যা করতে হবে ।

(১) প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।  ডাউনলোড করতে এখানে ক্লিক করুনhttp://www.mediafire.com/?sa4irhrifn6dihb

(২) Rar ফাইলটিকে winrar দিয়ে Extract করুন ।

(৩) ফাইটিকে Desktop এ কপি করে রাখেন ।

Desktop এ কপি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করে নিজে নিজে পরীক্ষা করে দেখুন আপনার CD-DVD রাইটার খুলবে আবার ফাইলটির উপর ডাবল ক্লিক করে নিজে নিজে পরীক্ষা করে দেখুন CD-DVD রাইটার বন্ধ হবে । My Computer/Computer এ আর যেতে হবে না, তাহলে বুঝছেন তো আপনার ঝামেলার দিন আজ থেকে শেষ । আর সেই সাথে আমার সময় ও শেষ ।

>> আমার এই লিখার মাধ্যমে যদি পাঠকের মনে সাড়া জাগাতে পারি তাহলে আমার লিখার উদ্দেশ্য সফল হবে । আর আপনারা কিন্তু comment করতে ভুলবেন না । আজ এ পর্যন্ত, আশা করি আগামীতে আরও ভাল কিছু নিয়ে উপস্থিত হতে পারব তাই সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।
<<

Level 0

আমি sabuj4u। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সবুজ । আমার জন্ম ঢাকাতে কিন্তু এখন আমি রাজশাহীবাসী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এত কষ্ট করতে হবে কেন? উন্ডুজ মিডিয়া ফ্লোর অপেন করে কন্টল ই দিলে এমনি খুলে

    Level 0

    @তারেক ডিজিটাল: ভাই আপনার একটি সুন্দর কম্মেন্ট পেয়ে খুব খুশি হলাম । ধন্যবাদ আপনাকে

Level 2

প্রথম টিউন সুন্দর হইছে, আগামি টিউনের অপেক্ষায় রইলাম ।

    Level 0

    @mahmudkoli: ভাই আপনার আগ্রহ দেখে খুব ভাল লাগল ।

টিটি তে স্বাগতম

এই টিউন অনেক আগে একবার হয়েছে…………আপনার সফটওয়্যারের সাথে ভাইরাস রয়েছে।

    Level 0

    @গাজী মোঃ ইয়াছিন: আমি নিজে চেক করলাম kaspersky দিয়ে কই ভাইরাস পাইলাম না তো । ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

নতুন দের হতাশ কইরেন না ভাই তাদের একটু উ্ৎসাহ িদন

আপনার আগমন শুভ হোক। চালিয়ে যান…………।।

Level 0

tnax bro..