একটি ছোট্ট সফওয়্যার দিয়ে প্রিন্টিং নিয়ন্ত্রণ করুন (আপনি না চাইলে, কারো সাধ্য নেই আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে)

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার এক বন্ধু হঠাৎ করে সেদিন বললো, অনেক সময় সে অফিস থেকে বাইরে চলে গেলে, অফিসের অন্যান্য লোকজন তার প্রিন্টার ব্যবহার করে অনেক কিছু প্রিন্ট করে। ফলে তার প্রিন্টারের কালি দ্রুত শেষ হয়ে যায়। এ জন্যে মাঝে মাঝে সে প্রিন্টারের তার খুলে রেখে যায়। কিন্তু এটা তার কাছে খুব ঝামেলার মনে হয়। তাই সে আমাকে অনুরোধ করলো, এমন কোন পদ্ধতি আছে কিনা, যার সাহায্যে তার প্রিন্টারে সে ব্যতীত অন্য কেউ প্রিন্ট করতে না পারে। আমি অনেক চিন্তা-ভাবনা করে এমন একটি সফটওয়্যার তৈরী করতে পেরেছি যার সাহায্যে এ কাজটি করা সম্ভব। আপনাদের মধ্যে যাদের এ রকম সমস্যা আছে, বা ভবিষ্যতে এ রকম সমস্যা হওয়ার আশংকা আছে, তাদের জন্য উপহার আজকের সফটওয়্যারটি।

ডাউনলোড লিংক:

এখানে ক্লিক করুন

ব্যবহার পদ্ধতি:

প্রথমে উপরে প্রদত্ত লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে Setup করে নিন। আপনার ডেস্কটপে সফটওয়্যারটির একটি লিংক যুক্ত হবে। লিংকটিতে ডাবল ক্লিক করলে নিম্নরূপ উইন্ডো প্রদর্শিত হবে।

Pic1

সফটওয়্যারটির ডিফল্ট পাসওয়ার্ড রাখা হয়েছে 123। তাই পাসওয়ার্ড এর বক্সে 123 লিখে Ok বাটনে ক্লিক করুন। নিম্নরূপ উইন্ডো প্রদর্শিত হবে।

Pic2

এবার আপনি যদি প্রিন্টিং কার্যক্রম বন্ধ রাখতে চান তাহলে Stop Printing এ ক্লিক করে Yes বাটনে ক্লিক করুন। তারপর সফটওয়্যারটি বন্ধ করে দিন। এবার আর কারো সাধ্য নেই আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে। উল্লেখ্য, এ অবস্থায় কম্পিউটারে নতুন করে কোন প্রিন্টারও সেটআপ করা যাবে না।

এরপর আপনি যখন আবার চাইবেন প্রিন্টিং কার্যক্রম সচল করতে তখন সফটওয়্যারটি আবার চালু করে Start Printing এ ক্লিক করে Yes বাটনে ক্লিক করুন। তাহলেই প্রিন্টিং কার্যক্রম আবার সচল হবে এবং নতুন প্রিন্টারও সেটআপ করা যাবে।

পাসওয়ার্ড সেট/পরিবর্তণ:

পূর্বেই বলা হয়েছে, সফটওয়্যারটির ডিফল্ট পাসওয়ার্ড 123। তবে আপনি ইচ্ছা করলে, আপনার পছন্দমত পাসওয়ার্ড সেট করতে পারেন। যাতে করে অন্য কেউ প্রিন্টিং কার্যক্রম চালু/বন্ধ করতে না পারে।

পাসওয়ার্ড সেট/পরিবর্তণ করার জন্য Set Password / Change Password বাটনে ক্লিক করুন। নিম্নরূপ উইন্ডো দেখতে পাবেন।

Pic3

এবার New Password এর বক্সে আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করুন এবং Confirm Password এর বক্সে একই পাসওয়ার্ড দ্বিতীয়বার টাইপ করে Set Password বাটনে ক্লিক করুন। এবার প্রোগ্রামটি বন্ধ করে দিলে, পরবর্তীতে প্রোগ্রামটি চালু করতে পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।

যদি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগে, তাহলেই আমার শ্রম স্বার্থক হবে। আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আশা করি। সবার সুস্থ্যতা ও মঙ্গল কামনা করি।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইসমাইল ভাইয়ের দেয়া প্রত্যেকটা টুলই খুব হ্যান্ডি!!

    Level 2

    আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।

Level 0

Gr8 ধন্যবাদ।

Level 0

ইসমাইল ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ। প্রোগ্রামটি যদি আপনার কাজে লাগে তবেই আমার স্বার্থকতা।

Level 0

ইসমাইল ভাই, ভাল আছেন । আনেক দিন পরে আপনার (প্রোগ্রামটি) টিউন টা খুব সুন্দর হয়েছে। আশা করি সামনে আর সুন্দর টিউন পাব
আমাদের মত যারা নতুন তাদের জন্য খুব কাজের একটি টিউন
আপনাকে ধন্যবাদ জানাইইইইইই।
আপনার (প্রোগ্রামটি) টিউন প্রবেশের আগে দেখলাম যে টিউন টি
ডাউনলোড » Ismail » ৪ ফেব্রুয়ারি, ২০১০ » 5 টি মন্তব্য » 58 বার দেখা হয়েছে
58 বার দেখা হয়েছে কি ?? এটা কি? একটু বলবেন কি ???

    Level 2

    @ balobashe:
    ধন্যবাদ। আপনি প্রতিটি টিউনেই লক্ষ্য করবেন, টিউনটি কত বার দেখা হয়েছে, তার সংখ্যা লেখা থাকে। এটা হচ্ছে, টিউনটি মোট কতবার ওপেন করা হলো তার পরিসংখ্যান। যত বেশী পাঠক এই টিউনটি দেখবে, সে হারে এ সংখ্যাটিও তত বৃদ্ধি পেতে থাকবে। যেমন, আপনি এই টিউনে প্রবেশ করার পূর্বে দেখেছেন, ৫৮ বার। যখনি আপনি প্রবেশ করলেন, তখনি এর কাউন্ট ১ বেড়ে গিয়ে ৫৯ বার হয়ে গেছে। আপনি যেখানে ৫৮ পেয়েছিলেন, আপনার পরে যিনি প্রবেশ করেছেন তিনি কিন্তু সেখানে ৫৯ পেয়েছেন। এভাবে যত একজন টিউনটি ওপেন করবে সংখ্যাটি তত এক করে বাড়তে থাকবে। আশা করি বুঝেছেন।

এক কথাই অসাধারন অনেক ধন্যবাদ শুভ কামনা রইলো।

    Level 2

    আপনাকেও অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ইসমাইল ভাই।

    Level 2

    আপনার জন্যেও রইল অনেক শুভেচ্ছা।

    এটাতো ভাইরাস দেখায়।

    Level 2

    ভাইরাসের ব্যাপারে আর কেউ অভিযোগ করেননি, আর আমিও ভাইরাস এলার্ট পাইনি। আপনি যদি ফায়ারফক্স দিয়ে ডাউনলোড করে থাকেন, তাহলে ভাইরাস স্ক্যান হয়েই ডাউনলোড হওয়ার কথা। আপনার কাছে আপডেট এন্টিভাইরাস থাকলে চেষ্টা করে দেখুন ক্লীন করা যায় কিনা? যদি ক্লিন হয়, তাহলে অনুগ্রহ করে ক্লিন করার পর এটি আপলোড করে লিংক দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

কাজে লাগবে.. সুন্দর টিউন 🙂

    Level 2

    কাজে লাগলেই আমার শ্রম স্বার্থক হবে। ধন্যবাদ।

ইসমাইল ভাই, আপনার সফটওয়্যারটি ডাউনলোড করতে পারলাম না। ডাউনলোড লিংকটি ঠিক করে দিন।

    Level 2

    আবার চেষ্টা করে দেখুন। আশা করি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

কি বলব ইসলামি ভাই আপনার তুলনা হয়না

খুবই কাজের জিনিস। সবাইকে সংগ্রহ করা দরকার। ইসমাইল ভাইকে অসংখ্য ধন্যবাদ।

    Level 2

    আশা করি সংগ্রহ করেছেন। আপনাকেও ধন্যবাদ।

Level 2

অসংখ্য ধন্যবাদ আপনাক। যদিও আমি প্রিন্টর ব্যবহার করিনা তবে আমার বন্ধুরা যারা প্রিন্টর ব্যবহার করে তাদেরকে আমি এটি দিয়ে দিব। ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

    Level 2

    ইসমাইল ভাই Internet Download Manager 5.18 Build 5 এর key কি আপনার কাছে আছে? থাকলে plZ আমাকে mail করেন [email protected] ধন্যবাদ আবারও…………………. 😀

    Level 0

    Internet Download Manager 5.18 Build 8 টি নিচের লিংক থেকে license key সহ download করতে পারেন।

    http://hotfile.com/dl/25746207/7aa46a4/Internet_Download_Manager_5.18_Build_8_Retail.rar.html

    আপডেটের সঙ্গে থাকুন।

    Level 2

    ধন্যবাদ আলমাস।
    Download Manager এর key এর ব্যাপারে Tapu’র মন্তব্যটি দেখ।
    Tapu আপনাকে ধন্যবাদ।

Level 0

জটিল হয়ছে ইসমাইল ভাই

    Level 2

    ধন্যবাদ।

ভাই, সালাম, সফওয়্যার খুব ভালো হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 2

    সালাম। আপনাকেও ধন্যবাদ।

Thanks……………..kaje lagbe.

    Level 2

    Welcome. kaje laglei ami khusy.

Level 3

ভাই,
মারাত্বক কাজের জিনিস।
অনেক ও অশেষ ধন্যবাদ।

[email protected]

    Level 2

    ধন্যবাদ monju।
    আপনাদের কাজে লাগুক, এটাই আমার প্রত্যাশা।
    ভাল থাকুন।

Level 0

Gr8 ইসমাইল ভাই, ধন্যবাদ আপনাকে। আমি বাংলা দেশ থেকে আসার পর গত ৪/৫ দিন কোন মন্তব্য করতেপারি নাই। পারিনাই বলতে, আমার মন্তব্য গুলো দেখা যাচ্ছিলোনা। আপনার এই লেখায় সবার আগে মন্তবয় থাকা সর্তেও, পিছনে। যাই হোক, আপনার এর আগের টুলটা আমি এখনো ব্যবহার করতে পারছি না।

    Level 2

    ধন্যবাদ Nurjaha। আগের টুলটি আপনার কম্পিউটারে কেন রান করছে না, ঠিক বুঝতে পারছি না। আপনি অন্য কম্পিউটারে এটি ব্যবহার করে দেখতে পারেন। আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভাল লাগল। ভাল থাকুন।

. thanks

    Level 2

    Welcome আদিল।

যারা অফিসে কাজ করে তাদের জন্য এটা একটা জটিল জিনিস। ধন্যবাদ আপনাকে সুন্দর জিনিস উপহার দেবার জন্য।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ Md. Ariful Islam। আপনাদের কাজে লাগলেই আমার শ্রম স্বার্থক হবে।

Level 0

chomotkar. eti amar upokare ashbe. eta ki sobdhoroner printarer khetre kaj korbe? jemon plotter

Level 2

ধন্যবাদ shaolin। আপনার উপকারে আসলেই আমার স্বার্থকতা। এটি যে কোন ধরণের প্রিন্টারের ক্ষেত্রেই কাজ করবে। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

আর হ্যাঁ, যদি সফটওয়্যারটি আপনি নিজস্ব পাসওয়ার্ড দিয়ে সুরক্ষা করেন তাহলে কেউ Uninstall করে আবার সেটআপ দিলেও আগের পাসওয়ার্ড-ই থেকে যাবে। অতএব, নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও সম্ভাবনা নেই।

ভাল থাকবেন।

Level 0

ভাল এবং বেশ উপকারী্একটা সফটওয়্যার, কিন্তু হ্যান্ডি বলতে পারছিনা। আমিতো ক্যাবল না খুলে শেযারিং উঠিয়ে সব ইউজারদের প্রিন্টিং একসেস বন্ধ করে দিতে পারি। বা আমার পিসিতে পাসওয়ার্ড দিয়ে রেখে সব প্রিন্টিং বন্ধ রাখতে পারি। কিছু মনে করবেননা, এটাকে গঠনমূলক সমালোচনা হিসেবেই নিয়েন।
এই সফট্ এর সঙ্গে নেটওয়ার্কের ইন্ডিভিজুয়্যালী পিসিকে একসেস দেওয়া বা ব্লক করার (আইপি বা সিষ্টেমের নাম ঐ সফটওয়্যারে্এ্যাড বা রিমুভ করে) অপশন থাকলে সেটাকে হ্যান্ডি বলা যেত।

    Level 2

    @ mehedi011:
    ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। আসলে এডভান্স ইউজাররা বিভিন্নভাবেই প্রিন্টিং কার্যক্রম বন্ধ রাখতে পারেন। আমি চেষ্টা করেছি যাতে সাধারণ ব্যবহারকারীদেরকে এ সুযোগটি দিতে। আর এডভান্স ইউজাররাও এটি ব্যবহার করে খুব দ্রুত এবং অতি সহজে প্রিন্টিং বন্ধ রাখতে পারবেন। আপনার পরামর্শ আমার মাথায় থাকল।

ইসমাইল ভাই
আমার ইপসন প্রিন্টার আরটুথ্রিজিরোএক্স প্রিন্টার টি কয় দিন পর পর ফ্ল্যাশ করেত হয়। আর এই ধরণের সমস্যা থেকে সমাধান পাবো কি করলে জানাবেন কি??????????????? দয়া করে।।।।।।।।।

Level 0

Epson T60প্রিন্টার এর flash program প্রয়োজন।

সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে না। যদি আপনার কাছে থাকে তাহলে লিংক টি আবার দিন। ধন্যবাদ।

সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে না। যদি আপনার কাছে থাকে তাহলে লিংক টি আবার দিন। ধন্যবাদ।

আপনার দেয়া ডাউনলোড লিংক নষ্ট হয়ে গেছে। আবার দেন নিড তাড়াতাড়ি।

Level 0

plz give me a software that i count paper . how mutch paper i have printed.

ফাইলটি খুঁজে পাওয়া যায়নি৷

Level 0

🙁 ইসমাঈল ভাই আপনার একাউন্টা সাসপেন্ড হয়ে গেছে, তাই আমি ডাউনলোড করতে পারছি না, এটা আমার খুব প্রয়োজন।