ডাউনলোড করুন ইসলামিক সফটওয়্যার – সালাত টাইম (ফুল টিউটোরিয়াল)

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন।আশা করি আল্লাহ্‌র রহমতে ভালই আছেন।আজ আপনাদের কাছে একটি সফটওয়্যার নিয়ে হাযির হলাম সালাত টাইম।

Salaat Time' হচ্ছে একটি বিনামূল্যে মাল্টি ফাংশন ইসলামী অ্যাপ্লিকেশন যেটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালতের সময়সূচী বর্ণনা করবে। এটা সিস্টেম ট্রে তে সীমিত হয়ে থেকে এবং নির্ধারিত সময়ে আযান দেয় এবং সালাত আদায়ের জন্য সংকেত প্রদর্শন করে। এছাড়া এটা আপনাকে পরবর্তী সালাতের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা অবহিত করবে । বিশ্বের যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের সালাতের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন। আরও বহু আকর্ষণীয় বিষয়ের সংযোজনা আছে এখানে ! অতএব, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর উপভোগ করুন এই আকর্ষণীয় সফটওয়্যার ! ইনশাল্লাহ ভাল লাগবে।ডাউনলোড_করুন এই লিঙ্ক থেকে।

  • চিহ্নিত স্থানে বর্তমানের কারেন্ট সময় দেখাবে ।
  • চিহ্নিত স্থানে পরবর্তী ওয়াক্তের নামাজের এখনো কত সময় বাকি আছে তা দেখাবে।
  • ৩,৫,৬,৭,৮_চিহ্নিত স্থানে যথাক্রমে ফজর ,জোহর , আসর , মাগরিব ,এশার  নামাযের সময় শুরু হওয়ার সময় দেখাবে । (আপনি এই সময় থেকেই উক্ত ওয়াক্ত এর নামায আদায় করতে পারবেন। আমাদের দেশের মসজিদ গুলোতে দেরিতে আযান দেয়। অতএব জরুরী কাজ থাকলে নামায পরে বের হবেন। নামায মিস করবেন না)
  • চিহ্নিত স্থানে সূর্যদয়ের সময় দেখাবে
  • #পরবর্তীতে যে ওয়াক্তের নামাজ তার নিচে সবুজ রং হয়ে থাকবে । এখন যেমন আসরের নিচে আছে ।
  • চিহ্নিত স্থানে কা'বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। যেমন আমার বাসা থেকে ৮২.৫৯ ডিগ্রি পশ্চিমে ।
  • এটার পাশে আরো আছে এই মাসের ও বছরের নামাজের সময় সূচি ।

২য় ধাপ:

আযান সেটিংস্‌

চিহ্নিত স্থানে ক্লিক করলে উপরের এই উইন্ডো আসবে আর২,৩,৪,৫,৬চিহ্নিত স্থানে যথাক্রমে ফজর ,জোহর , আসর , মাগরিব , এশার আজান সেট করা যাবে ।এখানে বেশ কয়েক জনের আজান শুনতে পারবেন আবার নিজেও কোন আজান_WAV_ফরমেটে রেকর্ড করা আযান সেট করে, আর ঐ আজান শূনতে পারবেন ।

এইখানে থেকে মিশারী আল-আফাসির আযান ডাউনলোড করতে পারবেন।
চিহ্নিত স্থানে ঠিক করে দিন যে আপনার পিসি স্টার্টের সময়ে কি বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে কিনা ।

৩য় ধাপ:

আপনি চাইলে এখান থেকে আজানের আগের এলার্ম ঠিক করে দিতে  পারবেন । আর এখানেও চাইলে আপনার রেকর্ড করা কোন .WAV ফরম্যাটের অডিওকে যোগ করতে পারবেন ।

Flash the Tray Icon এ টিক দিয়ে দিন। তাহলে সালাতের সময় হলে আপনাকে সিস্টেম ট্রেতে সতর্কবার্তা প্রদর্শন করবে।
আমি এই অপশনটি সব চেয়ে বেশি পছন্দ করি।

৪র্থ ধাপঃ

এইবার নামাযের সময় কিভাবে সেট করবেন তা শেখানো হবেঃ

প্রথমে Options -> Prayer Settings ক্লিক করুন।

এই বক্স থেকে আপনি আপনার দেশ নির্বাচন করুন।

এইখানে আপনার শহর নির্ধারণ করুন।
বিস্তারিত ভাবে দেশ, শহর, জেলা, টাইম জোন সিলেক্ট করুন।
বক্স ১ এ আপনি University of Islamic Sciences, Karachi সিলেক্ট করুন।
আসরের নামাযের সময় কি ভাবে গণনা করবেন তা নির্ধারণ করুন।

ডাউনলোড করুন

আমার ব্লগ

আমার ফেসবুক পেজ

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শুকরান ভাইয়া..এন্ড্রযেড ফোনেরটা পেলে ..ভিষন উপকৃত হতাম।

ভাই আপনাকে ধন্যবাদ…
ভাই আপনি আইটা দেখতে পারেন http://www.1mobile.com/prayer-time-pro-170478.html

Level 0

লিংটি পেয়ে অনেক খুশী হলাম । আপনাকে অনেক ধন্যবাদ ………….

আপনাকেও ধন্যবাদ।

ইসলামী বই ডাউনলোড করতে এখানে দেখতে পারেন।
http://www.waytojannah.com