
আসসালামুয়ালাইকুম।কেমন আছেন।আশা করি আল্লাহ্র রহমতে ভালই আছেন।আজ আপনাদের কাছে একটি সফটওয়্যার নিয়ে হাযির হলাম সালাত টাইম।
Salaat Time' হচ্ছে একটি বিনামূল্যে মাল্টি ফাংশন ইসলামী অ্যাপ্লিকেশন যেটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালতের সময়সূচী বর্ণনা করবে। এটা সিস্টেম ট্রে তে সীমিত হয়ে থেকে এবং নির্ধারিত সময়ে আযান দেয় এবং সালাত আদায়ের জন্য সংকেত প্রদর্শন করে। এছাড়া এটা আপনাকে পরবর্তী সালাতের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা অবহিত করবে । বিশ্বের যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের সালাতের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন। আরও বহু আকর্ষণীয় বিষয়ের সংযোজনা আছে এখানে ! অতএব, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর উপভোগ করুন এই আকর্ষণীয় সফটওয়্যার ! ইনশাল্লাহ ভাল লাগবে।ডাউনলোড_করুন এই লিঙ্ক থেকে।
আযান সেটিংস্
১চিহ্নিত স্থানে ক্লিক করলে উপরের এই উইন্ডো আসবে আর২,৩,৪,৫,৬চিহ্নিত স্থানে যথাক্রমে ফজর ,জোহর , আসর , মাগরিব , এশার আজান সেট করা যাবে ।এখানে বেশ কয়েক জনের আজান শুনতে পারবেন আবার নিজেও কোন আজান_WAV_ফরমেটে রেকর্ড করা আযান সেট করে, আর ঐ আজান শূনতে পারবেন ।
আপনি চাইলে এখান থেকে আজানের আগের এলার্ম ঠিক করে দিতে পারবেন । আর এখানেও চাইলে আপনার রেকর্ড করা কোন .WAV ফরম্যাটের অডিওকে যোগ করতে পারবেন ।
এইবার নামাযের সময় কিভাবে সেট করবেন তা শেখানো হবেঃ
প্রথমে Options -> Prayer Settings ক্লিক করুন।
১এই বক্স থেকে আপনি আপনার দেশ নির্বাচন করুন।
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুকরান ভাইয়া..এন্ড্রযেড ফোনেরটা পেলে ..ভিষন উপকৃত হতাম।