
আসসালামুয়ালাইকুম। এটি আমার ৩য় টিউন। তো আর কথা না বারিয়ে চলে যাই কাজের কথায়। আজ আমি আপনাদের সাথে একটি ওয়াইফাই হটস্পট সফটওয়্যার শেয়ার করব। যার নাম ''Connectify Dispatch Hotspot Pro v4.0'' এর ফুল ভার্সন। ওয়াইফাই কি তা হয়ত সবাই জানেন। আর এই সফটওয়্যারটিও অনেকে ইউজ করেন। এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসি তে একটি ভার্চুয়াল হটস্পট ক্রিএট করতে পারবেন। এই হটস্পট থেকে আপনি কয়েকটি ইন্টারনেট কানেকশন ব্যাবহার করতে পারবেন যেমন আপনার tablet,mobile যেগুলো তে ওয়াইফাই আছে। যদি আপনার পিসি দিয়ে একাধিক ইন্টারনেট ইউজ করতে হয় তাহলে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। হয়ত খারাপ লাগবে না। আর যেমন ই লাগুক আমাকে কমেন্ট করে জানাবেন। নিচে ডাউনলোড লিঙ্ক দিলামঃ
এই সফটওয়্যার টি এখান থেকে সংগৃহীত করা হয়েছে।
আমি Vober.pagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই মিডিয়াফায়ারে আপলোড করে লিংকটা দিলে খুশি হতাম…………