মহাকাশ থেকে দেখা অপরূপা আমাদের পৃথিবী part-2

হঠাৎ দেখতে পেলাম অস্ট্রেলিয়ার এক আকর্ষণ সেই প্রকাণ্ড একাকী-পাথর ‘উলুরু’কে - যার নতুন নাম ‘আয়ার্স রক’। আমার কোনোদিন অস্ট্রেলিয়া যাবার সুযোগ পাইনি, তবে আমার আশা - আমি প্রকৃতির ঐ বিস্ময়কর জিনিসটির পাশে গিয়ে একদিন দাঁড়াবো!

দক্ষিণ অ্যামেরিকার আণ্ডেস’এর ওপর এক চমৎকার সকালের ছবি। আমি চূড়াটির আসল নাম জানিনা, তবে ওর জাদুকরী রূপ আমাকে মুগ্ধ করেছে!

প্রাচীন ইতিহাসের লীলাভূমি সাহারা মরুভূমি! মিশরের মাঝ দিয়ে কায়রো’র গিজা পিরামিডের পাশ দিয়ে বয়ে চলেছে নীলনদ! আরেকটু দূরে লোহিত সাগর, সিনাই উপত্যকা, মৃত সাগর, জর্ডান নদ। ওদিকে ভূমধ্য সাগরে রয়েছে সাইপ্রাস দ্বীপ আর দিগন্তে মিশে আছে গ্রীস!

রাতের নীল নদের ছবি - মিশরের ওপর দিয়ে সাপের মতো এগিয়ে গিয়ে পড়েছে ভূমধ্য সাগরে। ব-দ্বীপটিতে দেখা যাচ্ছে কায়রো’কে। আর দূরে লক্ষ্য করলেই চোখে পড়ে ভূমধ্য সাগরটিকে!

‘প্রোগ্রেস ৩৯পি’ নামের আমাদের একটি মানববিহীন মহাকাশযান রিফুয়েলিং-এর জন্য আমাদের স্টেশনের (ISS) দিকে আসছে। আমাদের স্টেশনটি খাবার, জ্বালানী, খুচরা যন্ত্রাংশ এবং দরকারী সব জিনিস দিয়ে ভরা! মহাকাশে একটি টিউবের ভেতর থেকে ৩ মাসের পুরনো ‘টাটকা’ ফল ও শাক-সবজি খাওয়ার মজাই আলাদা!

আমাদের স্পেসশীপের ডোম থেকে তোলা এ ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আজকের এই ইউক-এন্ডে আমাদের টিমের ৩ জন সদস্য - শাসা, মিশা ও ট্রেসি’কে পৃথিবীর উদ্দেশ্যে বিদায় দিচ্ছি। ছবিতে ট্রেসি বাসায় ফেরার স্বপ্ন দেখছে!

‘মডিউল ইউনিয়ন ২৩সি অলিম্পাস’ তখন আমাদের স্টেশনে ভেড়ানো। আমরা তখন অপরূপ তুষার-আচ্ছাদিত ককেশাসের চূড়াগুলোর ওপর দিয়ে উড়ছি! আর সূর্যোদয়ের চমৎকার সময়ে ক্যাপ্সিয়ান সাগরের জল থেকে প্রতিফলিত হচ্ছে তীক্ষ্ণ সূর্যরশ্নিগুলো!

অপরূপা ইতালি! গ্রীষ্মের এক পরিষ্কার রাত! ক্যাপ্রি, সিসিলি, মাল্টা, ন্যাপলস এবং মাউন্ট ভেসুভিয়াস আইল্যাণ্ডগুলো দেখা যাচ্ছে!

দক্ষিণ অ্যামেরিকার দক্ষিণ প্রান্তে রয়েছে প্যাটাগোনিয়া’র মুক্তো! অপূর্ব সৌন্দর্যের উঁচু উঁচু পাহাড়, বড় বড় হিমপ্রবাহ, গিরিখাদ আর সমুদ্রের মিলনস্থল!

‘নাদির’ স্টেশনের ডোমে বসে আছি আমি! রাশিয়ান ডকিং কম্পার্টমেন্টের জানালা দিয়ে আমার বন্ধু ফেডর এ ছবিটি তুলেছে। আমি তখন রাতে হ্যারিকেন আর্ল’এর ওপর দিয়ে আমাদের যাত্রার আগ-মুহূর্তে ক্যামেরা প্রিপেয়ার করছিলাম!

নির্মল এক শারদীয় সন্ধ্যা-রাতের ফ্লোরিডা এবং অ্যামেরিকার দক্ষিণ-পূর্বাংশ! সাগর জলে পড়েছে চাঁদের আলো আর আকাশ জুড়ে লক্ষ তারার লুকোচুরি!

সুন্দর তারকাময় রাত! পৃথিবীর হাজার বছরের ইতিহাসের সাক্ষী পূর্ব-ভূমধ্য-সাগরীয় এথেন্স থেকে কায়রো! ইতিহাসের বিখ্যাত ও মনোমুগ্ধকর দ্বীপগুলো - এথেন্স, ক্রেইট, রড্‌স, ইজমীর, আঙ্কারা, সাইপ্রাস, দামেস্ক, বৈরুত, হাইফা, আম্মান, তেলআবিব, জেরুজালেম ও কায়রো - এতোসব ঐতিহ্যবাহী দ্বীপগুলো শরতের এক শান্ত রাতে যেন একেকটি আলোকোজ্জ্বল বাতির রূপ নিয়েছে!

নভেম্বর মাসের দিকে সাধারণত মেরু অঞ্চলের মনোস্ফেরিক মেঘগুলো উপভোগ করা যায়! তবে এবার এখনই আমাদের উচ্চ-কৌণিক আলোক-প্রক্ষেপণের মাধ্যমে সূর্যাস্তের সময় রাতে দীপ্তিমান অপরূপা মেঘগুলোর একটি পাতলা স্তর ছবিতে ধারণ করতে পেরেছি!

নভোচারী ডগলাস হুইলক।

আমার ব্লগ দেখতে পারেন

Level 0

আমি imran001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হইছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

দেখি ভান্ডারে তব আর কি কি আছে………চা……..লি……..য়ে………..যান।

Level 0

Allah The Almighty.

আপনাকে অনেক ধন্যবাদ। দেখে খুব ভালো লাগছে………চালিয়ে যান।

Level 0

ধন্যবাদ

Level 0

thanksss/

Level 2

দারুণ সুন্দর ভাই।

Level 0

Sundor post………..bhai amake mohakase niye jan na please……:P
Valo laglo dekhe!!!