
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমি ও ভাল আছি। অনেক দিন পরে একটা টিউন করলাম। আমার মনে হয় আমি যে টিউনটা করেছি তা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য ।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধারুন একটি সফটওয়্যার । এ সফটওয়্যার দিয়ে আপনি নিমিষে আপনার হাডডিস্কের পাটিশন বদলাতে পারবেন । পিসি সেটআপ না দিয়ে আপনি ইচ্ছা মত খুব সহজে হাডডিস্কের পাটিশন তৈরী করতে পারবেন এবং রিসাইজ করতে পারবেন । আপনাকে আর পিসি সেটাপ দেওয়ার প্রয়োজন্য নেই ।খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন । প্রথমে আপনাকে সফটওয়্যার টি সেটাপ দিতে হবে ।তারপর সফটওয়্যার টি ওপেন করে যে ড্রাইভ পাটিশন বা move or extend or delete, format ইত্যাদি করে অ্যাপ্লাই বাটন এ ক্লিক করলেই আপনার কাজ শেষ এবং ৩ থেকে ৬ সেকেন্ড সময় নিবে কাজটি করার জন্য । তারপা মঝা দেখুন মাই কম্পিউটার এ গিয়ে দেখুন আপনি জেটা চেয়েছিলেন সেটি পেয়েগেছেন।
সফটওয়্যার টির ডাউনলোড লিংক
সবাইকে ধন্যবাদ কোন ভুল হলে ক্ষমা করবেন ।
সময় পেলে আমার ছোট সাইট থেকে ঘুরে আসতে পারেন । ক্লিক করুন
আমি black14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kisui bujlam na !!!