

আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এটাই আমার কামনা ।
বেশ কিছুদিন আগে থেকেই আমি আজেবাজে সাইট বন্ধ করার জন্য একটি সহজ ও ভালো অ্যাড-অন খুজছিলাম। কিন্তু, কোনভাবেই ভালো কোন সফটওয়্যার বাঁ অ্যাড-অন খুঁজে পাইনি। কিন্তু, ধৈর্য না হারিয়ে আমি অবিরাম খুঁজেছিলাম এরকম একটি অ্যাড-অন। আমার চেষ্টা বৃথা যায়নি।
আমি অনেক চেষ্টার পর খুঁজে পেয়েছি ‘Block Site’ নামের একটি অ্যাড-অন। এই অ্যাড-অনটি সহজেই ব্যাবহার করা যাবে আপনার ফায়ারফক্স ব্রাউজার-এ।
প্রথমে এই লিংক থেকে অ্যাড-অনটি আপনার ফায়ারফক্স এর জন্য ডাউনলোড করে নিন। এরপর ইন্সটল করুন। আপনার ফায়ারফক্স ব্রাউজারটি রি-স্টার্ট করুন। এরপর আবার চালু করুন। ‘মেন্যু’ থেকে Add-ons অপশনটিতে ক্লিক করুন। দেখবেন ‘Block Site’ নামে একটি অ্যাড-অন ইন্সটল করা হয়েছে। অ্যাড-অন টিতে ক্লিক করুন। এরপর Add-এ ক্লিক করুন। যেই সাইটটি আপনি ব্লক বা বন্ধ করতে চান সেটির অ্যাড্রেস নির্দিষ্ট জায়গায় লিখুন বা কপি-পেস্ট করুন।ব্যাস! আপনার কাজ শেষ। আর ওই সাইটটিতে ঢোকা যাবে না! ঢুকতে গেলেই দেখবেন ডিজেবল করা হয়েছে।
![]()
আশা করি, পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আপনার মতামত জানান কমেন্ট করে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
ধন্যবাদ কাজে লাগুক আশা করি।