টরেন্ট ডাউনলোডের সবচেয়ে সহজ উপায় (Resume Supported & 100% working)

আস আলামু আলাইকুম ।

আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন ।

আমি টিটি র নিয়মিত পাঠক কিন্তু এটাই আমার প্রথম পোষ্ট ।তাই কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন ।

আমরা যারা ইন্টারনেটের দুনিয়ায় ঘোরাফেরা করি তারা প্রায় সবাই কম-বেশি ডাউনলোড এর সাথে জড়িত ।ডাউনলোডের আবার নানা রকম সকম ।কেউ কেউ বিভিন্ন ফাইল হোষ্টিং সাইট থেকে ডাউনলোড করে থাকি ।কেউবা আবার টরেন্ট থেকে ডাউনলোড করে থাকি ।টরেন্ট থেকে যারা ডাউনলোড করে থাকেন তারা নিশ্চয়ই স্পীড নিয়ে ভোগান্তিতে থাকেন ।কারন বিভিন্ন বিটটরেন্ট সাইলেন্ট দিয়ে ডাউনলোড করার ফলে একদিকে স্পীড কম হয় এবং অন্যদিকে অনিদি‍‌ষ্ট রেশিওতে আপলোডের কারনে আমাদের ব্যান্ডউইথের বারোটা বাজতে বেশিক্ষন লাগেনা ।তবে internet download manager (IDM) দিয়ে ডাউনলোড করলে স্পীড একটু বেশি হয় ।বর্তমানে আইডিএম দিয়ে টরেন্ট ডাউনলোডের সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য সাইট হল zbigz.com ।তবে এই সাইটের সার্ভারে বেশি লোড থাকলে এবং কম সিডার থাকলে ডাউনলোডে সমস্যা করে ।আজ আপনাদেরকে এমন একটি  সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার সাহায্যে এসব সমস্যা ছাড়াই ডাউনলোড করতে পারবেন আইডিএম দিয়ে ।এটি মূলত একটি ফাইল হোষ্টিং সাইট যাতে ফ্রি মেম্বার হিসেবে ১ জিবি ডাটা রাখা যাবে ।আপনি আপনার টরেন্ট লিংকটি বা টরেন্ট ফাইলটি আপলোড করে দিয়ে পেইজটি কেটে দিন এবং নেট ডিসকানেক্ট করে বসে থাকুন ।আপনার কাঙ্খিত ফাইলটির সিডার সংখ্যা যত বেশি হবে তত তাড়াতাড়ি আপলোড হবে ।আমার ৭০০এমবি ২০সে. আপলোড হয়েছে ।সিডার কম হলেও কোন চিন্তা নেই ।১টি সিড দিয়ে আমার ৪০০এমবি 5মিনিটে আপলোড হয়েছে ।1gb যদি ও খুবই কম জায়গা তবে আপনি চাইলে একটি ফাইল ডাউনলোড করে তা ডিলিট করে দিতে পারেন ।আবার আপনার রেফারেন্সে কাউকে join করালে আপনি 340mb space পাবেন ।আর একটি মজার বিষয় হল আপনি যদি কারও রেফারেন্সে জয়েন করেন তাহলে আপনিও 340mb space বেশি পাবেন অর্থ্যাৎ 1.34gb পাবেন আর রেফারেন্স ছাড়া 1gb ।আমার রেফারেল লিংক দিলাম নিচে আর কিছু স্কিনশট দিলাম.

to join click here

কোন সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন:[email protected]

অথবা কমেন্ট করবেন ।

ভালো থাকবেন ।

Level 0

আমি Autorun Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরে, স্পীডের অবস্থা তো একদম বাঙ্গি। আমার ২০ এমবিপিএস এ মাত্র ২০০ কেবি ডাউনলোড পাচ্ছি। এর চেয়ে তো zzlbox.com তো হাজার গুনে ভালো, অন্তত ফুল স্পিডে ডাউনলোড করা যায়।

slowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

Level 0

@ শামীম রাহমান vi invite code ki debo?

@শামীম রাহমান: zzlbox.com থেকে আমাকে একটু Invite করেন।

মিয়া এত কষ্ট করার দরকার আছে?
http://www.zbigz.com এ গিয়ে আপনার ডাওনলোড করা মেগ্নেট লিঙ্ক টা আপলোড করেন, তারপর ২-৫ মিনিট ওয়েট করেন।
রিজিওম সাপোর্ট সহ ডাওনলোড লিঙ্ক পাবেন। কোন রেজিষ্ট্রেশনের ঝামেলা নাই।

Download Speed Kemon?600-700 KB hole vebe dekhte pari

Autorun Mahmud what is this ?

How u get premium acc,can u tell me?