ল্যাপটপ / ডেস্কটপের ড্রাইভার হারিয়ে গেছে কোন সমস্যা নাই মাত্র ৩ ক্লিকে নিয়ে নিন সকল ড্রাইভার

অনেক সময় কম্পিউটার এর সকল ড্রাইভার হারিয়ে যাই, আবার যারা নতুন ল্যাপটপ কিনেন সেই ল্যাপটপে অনেক সময় ড্রাইভার এর ব্যাকআপ থাকেনা। নতুন ল্যাপটপে সাধারনত উইন্ডোজ ৭ ইন্সটল করা থাকে কিন্তু অনেকেই উইন্ডোজ ৭ এর পরিবরতে উইন্ডোজ এক্সপি বেবহার করতে চাই কিন্তু সেখানেও একটা সমস্যা সেতা হল ল্যাপটপে সাধারনত উইন্ডোজ ৭ এর ড্রাইভার দেয়া থাকে কিন্তু এক্সপির থাকে না ফলে ল্যাপটপে সাউন্ড আসেনা আবার এলসিডি এর রেজুলেসন ও খারাপ আসে । ৩ ডি চিপ ছোট একটি সফটওয়্যার কিন্তু খুব কাজের। এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের কনফিগার জানতে পারবেন, ড্রাইভার ডাউনলোড করতে পারবেন মাত্র কয়েক ক্লিক এ।

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে

http://www.mediafire.com/?yxi2hvd4n4cnhpk

এরপর সফটওয়্যারটি ওপেন করুন, যেই ড্রাইভার টি আপনার লাগবে ৩ ডি চিপ থেকে সেইটার র উপর ক্লিক করুন, ক্লিক করলে মজিলা ফায়ার এ এক্তি বক্স আসবে সেখানে দুইটা অপশন থাকবে একটি উইন্ডোজ এক্সপি,২০০০ এর জন্য অন্নটি অনেকেই উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ৭ এর। আপনার যেইটা দরকার সেইটার উপর ক্লিক করলেই ড্রাইভার টি ডাউনলোড হতে সুরু করবে। অনেকে আবার ভয় পেতে পারেন যে ড্রাইভারের মেগাবাইট হইত অনেক হবে ডাউনলোড করতে সারাদিন লাগবে । কিন্তু ভয়ই পাওয়ার কিছু নাই মাদারবোর্ড এর ড্রাইভার সাধারনত ৩০ থেকে ৫০ মেগাবাইট এর হয়।

ভাই ও বোনেরা আশা করি সফটওয়্যারটি আপনাদের খুব কাজে আসবে। ডাউনলোড করার পর আবার আবার স্বার্থপরের মত ভুলে যেয়েন না। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে উথসাহ পেয়ে আপনাদেরকে আরও ভাল কিছু দিতে পারব।

Level 0

আমি nayon paka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া, সত্যিই খুব কাজের জিনিস

Level 0

আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ বাহা ভাই

ধন্যবাদ, কাজের জিনিস।

    Level 0

    @বাবু: কাজের জিনিস যদি আপনার কাজে আসে তবেই নিজেকে সার্থক মনে করবো

Level 0

ami laptop new user. amer windows setup dayer por amer Intel HD graphics, bluetooth, wifi, etc agulo passi na. ai software dia ki ar somadan kora jabe? ? please help me

    Level 0

    @saifulapm: অবশ্যয় আপনার কাজ হবে ১০০০% সিওর

Level 0

হ হ ভালা জিনিস.ধন্যবাদ

    Level 0

    @sakhu88: আশা করি আরও ভাল ভাল জিনিস আপনাদের জন্য পোস্ট করব

Level 0

ধন্যবাদ । । ।

Level 0

সাইফুল ভাই ঃ অবশ্যয় আপনার কাজ হবে ১০০০% সিওর

Level 0

এই সফটওয়্যারটি আমি অনেক দিন হল ব্যবহার করছি বেশ ভাল। বিশেষ করে যারা পিসি মেইনটেনেন্স করেন তাদের সহজে পিসির কনফিগারেশন জানা এবং ড্রাইভার সিলেক্ট করার জন্য অনন্য।
শেয়ারের জন্য ধন্যবাদ।

    Level 0

    @mahmud.tsc: আপনার কমেন্ট পেয়ে আপনার উপর আমার এক হাত লম্বা সালাম রইল । যাই হোক উথসাহ তো দিলেন

thnxx for share 🙂

আমি এই সফটওয়্যারটি অনেকদিন যাবত ব্যবহার করি। আমি ভেবেছিলাম এটা নিয়ে পূর্বে টিউন হয়েছে তাই আর করিনি। আপনাকে ধন্যবাদ অত্যন্ত প্রয়োজনীয় এই সফটওয়্যারটি সবার সাথে শেয়ার করার জন্য।

Level 0

GOOD

    Level 0

    @azambd:দোয়া করবেন আমার জন্য ভবিষ্যতে যেন আরও ভাল কিছু দিতে পারি

হ্যা ভাই, খুব ভালো হয়েছে। আশা করি আপনার কাছ থেকে এরকম আরও অনেক লিখা পাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ !