Evil Player -অসাধারণ একটি মিউজিক প্লায়ার। অডিও’র জন্য সেরা।

কাজের ফাঁকে গান শুনার অভ্যাসটা সবার আছে। বিশেষ করে অডিও গান। আর এ গানগুলো চালানোর জন্য এমন একটা প্লায়ার দরকার যা পিসির কম জায়গা, কম শক্তি খরচ করে যাতে পিসি স্লো হয়ে না যায়। এরকম একটা প্লায়ার হল Evil Playerঅডিও গান শুনার জন্য প্লায়ারটি আমার পছন্দের শীর্ষে।

ফিচারঃ
আমার কাছে এর অন্যতম ফিচারটি হল সাইজটা খুবই কম এবং ফ্রী। 1 MB এর নিচে। ইনস্টলের পর 1MB এর কিছু বেশি হয়। এটি পিসির কোন শক্তি খরচ করে না বললেই চলে। ফলে একেবারে স্লো পিসির জন্য হতে পারে এটি আশীবার্দ।আমি এক্সপি এবং সেভেন দুটোতেই ডিফল্ট মিউজিক প্লায়ার হিসেবে এটি ব্যবহার করি। এর আছে সুন্দর শর্টকাট কী ব্যবস্থা। যেমন B= Next Song, V=Stop Song, Z= Previous Song,  Enter= Play Song,  + = Volume Up,  - = Volume Down, Right Arrow Key= Forward, Esc= Minimize সহ আরো অনেক শর্টকাট কী যা রাইট ক্লিক মেন্যূতেই পাবেন। এর Transparency নির্ণয় করে সৌন্দর্য বাড়াতে পারেন। মিনিমাইজ করলে এটি টাস্কবারে গিয়ে অবস্থান করে। ড্রাগ করে উইন্ডোটি বড় ছোট করা যায়। ছোট্ট একটি সফটওয়ার অথচ এত মজার মজার সেটিংস ওটাতে আছে যা চাওয়ার চেয়েই বেশি। অডিও গান শুনার জন্য অন্য কোন সফটওয়ার আশাকরি লাগবে না যদি একবার ব্যবহার করেন। সবকিছু মিলিয়ে একবার ব্যবহার করলে আমার মত আপনিও হতে পারেন এর ভক্ত।
এটি দিয়ে কিছু অডিও গান চালাতে সমস্যা দেখা দিতে পারে। তাই কিছু Plugins ইন্সটল করতে হবে। Pluginsগুলোরসাইজ মাত্র কয়েক কিঃবাঃ। এ প্লাগিনসগুলোহোমপেজে আছে। ডাউনলোডে করার পর Evil Player\Plug-ins ফোল্ডারে পেষ্ট করে দিলেই হবে।তবে ইচ্ছে করলে আমার কাস্টমাইজ করা Plugins গুলো ডাউনলোড করতে পারেন। Plugins গুলো ইন্সটল করার পর যে সব অডিও গান এটি চালাতে পারে সেগুলো হল WAV, OGG, MP1, MP2, MP3, MOD, XM, IT, S3M, MTM, UMX, MO3
 
আর চায়লে আমার তৈরি করা অটো ইনস্টলারটা ব্যবহার করতে পারেন। Plugins সহ সবকিছু একসাথে প্যাক করা। শুধু একবার ডাবল ক্লিক প্রয়োজন।
আমার তৈরি Evil Player AutoInstall

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কামরুল ভাই অনেক গুলো সফটওয়্যারকে একটি ডিভিডিতে অটোইনস্টলার ভাবে তৈরি করতে পারি এটার জন্য কোন সিস্টেম আছে ???

    Level 2

    @অর্জন: করতে পারেন। তবে প্রথমে সবগুলো সফটওয়ারের সাইলেন্ট ইনস্টল বা অটোইনস্টল তৈরি করতে হবে। এরপর একটা .bat বা .cmd ফাইল তৈরি করতে হবে। সবগুলো সিডি/ডিভিডিতে রাইট করে ফেলবেন। যখন দরকার হবে তখন শুধু .bat বা .cmd ফাইলটাতে ডাবল ক্লিক করলেই একটার পর একটা ইনস্টল হতে থাকবে। আমরা যে কাস্টমাইজ সিডি তৈরি করি তাতেও একই পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে সবগুলো সফটওয়ার অটোমেটিক ইনস্টল হয়ে যায়। প্রয়োজন হলে আমি আপনাকে .bat বা .cmd ফাইলটা তৈরি করে দিলাম। তার আগে আপনি সফটওয়ারগুলো তৈরি করুন।

      @Kamrul Cox: ভাই আপনাকে ফেইসবুকে মেসেজ দিয়েছি একটু দেখবেন

        Level 2

        @অর্জন: উত্তর দিয়েছি অর্জন ভাই। সুবিধা অসুবিধা জানাবেন। ধন্যবাদ।

Level 3

ase auto play media builder.

কামরুল ভাই সফটওয়্যার টার জন্য ধন্যবাদ । তবে আপনার Offiecal Link এ সম্ভবত ভুল আছে । ওখানে কোন ডাউনলোড Link পাচ্ছি না ।

    Level 2

    @এন.আর. সাব্বির: সাব্বির ভাই অফিসিয়াল লিংক মানে আমার ডাউনল লিংকটার কথা বলছেনতো। ঐটা ঠিক আছে তো দেখলাম। আবার দিলাম। http://www.mediafire.com/?bhmciupn2yucvsm ধন্যবাদ।

      ভাই ডাউনলোড করা ত কবেই শেষ 😀 । আর কামরুল ভাই সফটওয়্যার টার জন্য ধন্যবাদ । 🙂

Level 0

ধন্যবাদ কামরুলভাই্। এমন একটা প্লেয়ার দেওয়ার জন্য।

ধন্যবাদ কামরুলভাই্