ডাউনলোড করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.11 build5 (pre-activated)

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর রহমতে ভালই আছি। অনেকদিন পর টিউন করতে বসলাম।

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.11 build5 (pre-activated) । এটার জন্য কোন প্রকার সিরিয়াল কী, কীজেন লাগবে না। এর জন্য প্রথমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.11 build5 (pre-activated) এর জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর .EXE ফাইলটি এক্সট্র্যাক্ট করে নিন।এবার শুধু ডাবল ক্লিক করুন। ব্যাস পেয়ে গেলেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.11 build5 (pre-activated) ফুল ভার্শন। এটার জন্য বিস্তারিত কিছু বলার নেই তাই স্ক্রীন শট দিলাম না। উপভোগ করুন ফুল স্পীড ডাউনলোড IDM দিয়ে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন...:-)

আমার অনেকদিন আগ থেকে ইচ্ছা ছিল আমার একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইট হয়েছে ঠিকিই কিন্তু এখনও টেকটিউনস এর ভাইয়াদের জানান হয়নি। আপনাদের কাছে আমি পরামর্শ চাইছি কিভাবে একে আরও উন্নত করব। প্লিজ মন্তব্য করবেন । (আমার সাইটে কোন এড নেই তাই এটাকে এড মনে করবেন না) ।

আমার ওয়েবসাইট এ যেতে এখানে ক্লিক করুন...

Level 0

আমি শাহ্‌রিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে চাই, শিখতে চাই আর ভালবাসি টেকটিউন কে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাই তো খোজছিলাম…:)
আপনাকে বিশেষ ধন্যবাদ।

অনেক—–অনেক ধন্যবাদ।

প্রব্লেম হল কারেন্ট চলে গেলে আর Resume ডাউনলোড করা যায় না। কোন সমাধান আছে কি ভাই?

    আপনার কারেন্ট চলে গেলে সমস্যা নাই। আইডিএম পারে এর সমাধান দিতে, থেমে যাওয়া ফাইলে রাইট বাটন ক্লিক করুন আর সিলেক্ট করুন Refresh Download Address । তারপর সেই ডাউনলোড পেজ নিয়ে গেলে আপনি অই ডাউনলোড বাটন এ ক্লিক করবেন, সাথে সাথে রিসিউম ডাউনলোড শুরু হবে।

IDM ডাউনলোড করেন ত‍াইলেইতো হয়।

ধন্যবাদ ভাল শেয়ার করার জন্য,এই একটা সফটের চেয়ে এত বেশি আর কোন সফট ডাউনলোড করিনাই।দুইদিন পর পর শুধু ভার্ষন পরিবর্তন করে।

এটিকি সাইলেন্ট ইনস্টলার ?

Level 0

ভাই একবার আমি একমাস ব্যবহার করে আর ব্যবহার করতে পারছিলাম না। পরে কত চেষ্টা করলাম। কিছুতেই কিছু হন না। এখন আপনার দেয়া এটা হয়েছে কাজও করছে। আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। তবে তবে আবার একমাস পরে সমস্যা করবে নাতো? হাবিব [email protected]

গতকাল IDM 6.11 beta Build 4 patch ডালো করছি। আজকে আবার আরেকটা ইস…………… কি ঝামেলা কি আর করা অত পর পুন ডালো

ভাই মহা ঝামেলা থেকে বাচ্ছি। আপনারে যে কি বলে ধন্যবাদ দিব। আল্লাহ্‌ আপনারে যেন মাসে মাসে বাচ্চা দেন।

Level 0

ভাই আমি ইন্সটল করেছি কাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি যদি সেটা আনইনস্টল করে আবার ইন্সটল করি তাহলে কি সমস্যা হতে পারে? আসলে আমি চাচ্ছি পিসি সিস্টেম রিস্টুর করতে যাতে ভাইরাস চলে যায়। আবার ভাবছি তাহলে আই ডি এম ও তো চলে যাবে। তখন আবার ইন্সটল করতে পারব? একটু জানাবেন ভাইজান।

vai thanku deye choto korbo naki vabtece! :S
btwn__ valo share celo.. 🙂