সিডি-ডিভিডি কপি হচ্ছেনা? সমাধান এখানে…

অনেক সময় সিডি বা ডিভিডি পুরনো বা নষ্ট হয়ে গেলে অথবা বেশি বেশি চালালে সিডি/ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায়। তখন আর সেগুলো কপি হতে চায় না।

আপনার অনেক দরকারি তথ্য হয়ত সিডি বা ডিভিডিতে জমা (কপি) করে রেখেছেন, কিন্তু সেই সিডি বা ডিভিডি যদি ওপেন না হয় অর্থাৎ সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে আর আফসোসের শেষ থাকে না।

অথবা ধরুন, বাজার থেকে আপনার বহুকাঙ্খিত কিছু মুভির একটা ডিভিডি কিনে এনেছেন। কপি করতে গেলেই কম্পিউটার আপনাকে বলছে "পড়তে পারছি না"; তাহলে মেজাজের অবস্থা কি হয় বলুন?

তবে আপনি চাইলে ছোট্ট একটি সফটওয়্যার এর সাহায্যে সেই নষ্ট সিডি বা ডিভিডির ফাইলগুলো কপি করতে পারেন খুব সহজেই। এজন্য,

  • প্রথমে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে "রিকভারি টুলবক্স" নামের মাত্র ৬৫৫ কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
  • আপনার পিসিতে সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করে দেখুন আপনার সিডি/ডিভিডি ড্রাইভটি দেখা যাচ্ছে।

  • Next দিন।
  • আবারো Next দিন।
  • লক্ষ্য করুন, আপনার সিডি/ডিভিডির ফাইলগুলো দেখা যাচ্ছে।
  • এবার সব ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Save এ ক্লিক করুন।আপনি যদি নির্দিষ্ট কিছু ফাইল কপি করতে চান তাহলে বাঁ পাশ থেকে নির্দিষ্ট বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে Save এ ক্লিক করুন।
  • ফাইলগুলো কপি হওয়ার পর "সি ড্রাইভে" গিয়ে দেখুন CDRestored নামে একটি নতুন ফোল্ডারের ভেতর ফাইলগুলো সেইভ হয়ে আছে এবং সেগুলো সেখানে ঠিকমতই আছে।
ডাউনলোড লিঙ্কঃ
কেমন লাগলো জানাবেন।
পোস্টটি সর্বপ্রথম আমার ব্লগে প্রকাশিত হয়েছে।
আমার ব্লগঃ http://becontech.blogspot.com/
ধন্যবাদ।

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এইটানা কিন্তু এই রকম একটা software আগে ব্যাবহার করেছিলাম, কাজে দেই নি। দেখি এটা কাজ করে কি না

১০০% কাজ করবে। আমি নিজে ব্যবহার করে দেখেছি।

ভাই কাজ হয় , কিন্তু এত বেশি সময় লাগে যে বিরক্তি এসে যায়। আমার একটা ১ GB ফাইল এর ১০০ MB restore করতে ২ ঘণ্টা লাগসে !!! @বিকন এভারগ্রীন

    @oparthib rabi: একটুতো সময় লাগবেই। আমার মনে হয়, আপনার ডিস্কটি অনেক বেশি পুরনো। একবার চিন্তা করে দেখুন, আপনার ডাটাগুলো যদি আপনার কাছে হয় মহামূল্যবান তাহলে সময়টা কোন ব্যপার না।

সুন্দর !

Level 0

cd ba dvd copy protect ki bhabe kore janale bhalo hoy

Level 2

আমি কালকে ‘সূর্য দীঘল বাড়ী’ এর সিডি আনলাম । দেখি কপি হয় না । বাধ্য হয়ে সিনেমা ডাউনলোড করতে ধরলাম । দেখি আপনের টিউন । হা হা …… একদম ঠিক সময়ে । কি যে উপকার করলেন !!
এখন কপি না হয়ে যাইবো কই !! অনেক অনেক ধন্যবাদ, ভাই

working
many many thanks

Level 2

I’ve many DVDs with such types of irregularities, I’m downloading n yet to try, so thanx in advance; really it’s a tons of praiseworthy post.