
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিতেও ভাল রাখবেন। কি করছেন? সফটওয়্যার সেটআপ দিয়েছেন কিন্তু একটা সমস্যায় পড়ে গিয়েছি। সমস্যাটা হল সিরিয়াল কী নিয়ে। সিরিয়াল কী নেই, তাই কাজ করতে পারছি না। আরে এটা কোন সমস্যা হলো! আজ আপনাদের এই সমস্যার সমাধান করতেই এ টুইট।
আমরা বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করি। এর মধ্যে কিছু সফটওয়্যারের সিরিয়াল কি লাগে আবার কিছূ সফটওয়্যারের লাগে না। আবার দেখা যায়, সফটওয়্যারের সিরিয়াল কী ছিল কিন্তু হারিয়ে গেছে। এ অবস্থায় আপনাকে পড়তে হয় বেশ বিপাকে। না আর নয় এই সমস্যা এবার এই সমস্যার মুক্তি নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রায় ৪০০০০ হাজারের কাছাকাছি সিরিয়াল কী নিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন। এক নিমিষেই সমস্যার সমাধান করে ফেলুন।
ডাউনলোড লিংক http://www.4shared.com/file/Dxk1Wzst/SerialsWorldPortablev3210040_B.html
আমি arman uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সফট ভালো ! কিন্তু অধিকাংশ সফটের আপডেট সিরিয়াল পাওয়া যায়না।
ধন্যবাদ টিউনের জন্যে