পোর্টাবল সফটওয়ার এর সংগ্রহ (এক সংগে ২৮ টি সফটওয়ার) – পার্ট : ১ ( আজকের পর্ব ইন্টারনেট )

আজকাল  আমরা তেমন একটা সফটয়ারের ইনস্টল এর ঝামেলাতে যেতে চাই  না। দিন দিন পোর্টাবল সফটওয়ার বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে পোর্টাবল সফটয়ারের অনেক সুবিধা ও আছে এটা স্বীকার করতেই হবে।ইনস্টল এর ঝামেলা নেই ,উপরন্ত পছন্দ না হলে বাদ দেওয়া যায় চটকরে আজকে আপনাদের জন্য ইন্টারনেট সম্পর্কিত কিছু পোর্টাবল সফটওয়ার নিয়ে এসেছি আমি আশা করি আপনাদের উপকারে লাগবে অনেক সময় আমরা বাসার বা নিজের মূল কম্পিউটার ছাড়া অন্য জায়গা থেকে ftp  সফটয়ারের জন্য সমস্যাতে পরে যাই ।যেমন হয়ত অন্য কারো বাসায় আছেন ,কিংবা কোনো সাইবার কাফেতে অথবা অন্য কোনো জায়গায় যেখানে  চট করে প্রয়োজনীয়  সফটওয়ারটি পাওয়া যাচ্ছে না এই রকম নানা কারণে আপনার পেন ড্রাইভে সংরক্ষিত পোর্টাবল সফটওয়ারটি আপনার উপকারে আসতে পারবে যাই হোক আজকে আর কথা না ,চলুন দেখা যাক ঠিক কোন সফটওয়ার টি আপনার আজকে দরকার :

Browsers

Chat & Instant Messaging

Download Managers and Accelerators

Email

File Sharing

FTP, SFTP and SCP Clients

Podcast Receivers

RSS Readers,Web Editors & SSH

Level 0

আমি এম এম কৌশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোর্টেবল সফট ব্যবহারের মজাই আলাদা।ইন্সটল করা লাগে না,সেটাপ দিলেও ডাটা হারিয়ে যায় না। ধন্যবাদ শেয়ারের জন্য।

অনেক আশা নিয়ে আমার প্রিয় ব্রাউজারে হিট মারলাম (Google Chrome Portable)। বাট ডাউনলোড হল ১০০% আর পরবর্তিতে ইনশটল করতে গেলাম সেখানে হল ৫০%। মুখ টা দেখতে পারলাম না ব্রাউজারের। 🙁

Level 0

thanks…………………………………………………………………………………………………………………………..

পোর্টেবল সফটওয়্যার ডাউনলোডের জন্য সবচেয়ে ট্রাস্টেড ও জনপ্রিয় সাইট হচ্ছে পোর্টেবল এপস ।

@এম এম কৌশিক: বড় করে ধন্যবাদ দিলাম।

@এম এম কৌশিক: বড় করে ধন্যবাদ দিলাম।

wow ! প্রিয়তে নিলাম । আর আপনিতো বলেই দিয়েছেন যে , ( আজকের পর্ব ইন্টারনেট ) তাই সফটি চাচ্ছি না । তবে যেদিন পিসি সফট( অফ লাইন) পর্বে আবশয় বস্ PDF editor 3.3 (or up) প্রটেবল সফটি দিবেন।

ধন্যবাদ আপনাকে।।

ভাল টিউন। তবে এর চেয়ে আর একটু সুন্দর কিছু পেতে যেতে পারেন http://www.portableapps.com
এখানে অনেক সফট পাবেন, আমি নিজেই ব্যবহার করি।

ref link = (খাঁস বাংলা “দালালী”)

লিংকটি দেখে ভাবার কারন নাই যে ,!!! ফরেনাররা আমাদের জন্যে টাকার বস্তা খুলে বসে আছে…….।

আর @Romi টিউন রিলেটেড কমন্ট না হলে টিটির পরিবেশ দূষণ হয়। আসা করি বুঝতে পেরেছেন।।