
আজকাল আমরা তেমন একটা সফটয়ারের ইনস্টল এর ঝামেলাতে যেতে চাই না। দিন দিন পোর্টাবল সফটওয়ার বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে পোর্টাবল সফটয়ারের অনেক সুবিধা ও আছে এটা স্বীকার করতেই হবে।ইনস্টল এর ঝামেলা নেই ,উপরন্ত পছন্দ না হলে বাদ দেওয়া যায় চটকরে আজকে আপনাদের জন্য ইন্টারনেট সম্পর্কিত কিছু পোর্টাবল সফটওয়ার নিয়ে এসেছি আমি আশা করি আপনাদের উপকারে লাগবে অনেক সময় আমরা বাসার বা নিজের মূল কম্পিউটার ছাড়া অন্য জায়গা থেকে ftp সফটয়ারের জন্য সমস্যাতে পরে যাই ।যেমন হয়ত অন্য কারো বাসায় আছেন ,কিংবা কোনো সাইবার কাফেতে অথবা অন্য কোনো জায়গায় যেখানে চট করে প্রয়োজনীয় সফটওয়ারটি পাওয়া যাচ্ছে না এই রকম নানা কারণে আপনার পেন ড্রাইভে সংরক্ষিত পোর্টাবল সফটওয়ারটি আপনার উপকারে আসতে পারবে যাই হোক আজকে আর কথা না ,চলুন দেখা যাক ঠিক কোন সফটওয়ার টি আপনার আজকে দরকার :
আমি এম এম কৌশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোর্টেবল সফট ব্যবহারের মজাই আলাদা।ইন্সটল করা লাগে না,সেটাপ দিলেও ডাটা হারিয়ে যায় না। ধন্যবাদ শেয়ারের জন্য।