মাত্র ৭ টাকায় পাসপোর্ট সাইজের ৬ কপি অথবা স্ট্যাম্প সাইজের ২০ কপি ছবি

&

বিভিন্ন ধরনের আবেদন ফর্মের সাথে  আমাদের ছবি সংযোজন করতে হয় । যারা চাকুরির জন্য আবেদন করতে থাকেন তাদের যে কত কপি ছবি লাগে তার কোন হিসাব নেই । সাধারনত স্টুডিও হতে প্রতি কপি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট দিতে দশ টাকা খরচ হয় । এই হিসাবে যাদের বেশি ছবির দরকার তাদের খরচের পরিমাণটাও অনেক ব্যাপক । তাই একটু বুদ্ধি করলেই এই খরচ অনেক কম হয় । মাত্র ৭ টাকায় পাসপোর্ট সাইজের ৬ কপি অথবা স্ট্যাম্প সাইজের ২০ কপি ছবি প্র্রিন্ট করা সম্ভব । এই কাজটি আপনাকে নিম্নরূপে করতে হবে ।

১) প্র্রথমে আপনার পিসির হার্ডড্রাইভে আপনার ছবিটি সংরক্ষণ করুন।

২) ফটোসপ ওপেন করুন ।

৩) Ctrl+O  চেপে আপনার ছবিটি ওপেন করুন ।

৪) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।

৫) Ctrl+N চাপুন।

৬) পাসপোর্ট সাইজের জন্য –

Name: PP

Width: 1.57 inches

Height: 1.96 inches

Resolution: 300 pixels/inches

আর স্ট্যাম্প সাইজের জন্য –

Name: S

Width: 0.8 inches

Height: 1 inch

Resolution: 300 pixels/inches

মানগুলো লিখে ok করুন।

৭) Ctrl+V চাপুন এবং Ctrl+T চাপুন। অত:পর ছবিটির সাইজ ঠিক করুন ।

৮) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।

৯) Ctrl+N চাপুন।

১০) 4R এর জন্য-

Name: 4R

Width: 4 inches

Height: 6 inches

Resolution: 300 pixels/inches

লিখে ok  করুন ।

১১) Ctrl+V চাপুন । এই ছবিটিকে ড্রাগ করে বাম দিকের উপরে কোনায় সাজান । এরপর Ctrl+Alt চেপে ছয়টি ছবি ড্রাগিং করে সাজান । প্রতিটি ছবির মাঝে কিছু পরিমাণ ফাকা জায়গা রাখতে হবে ।

১২) Jpeg ফরমেটে ছবিটিকে Save As করুন।

১৩) এই 4R ছবিটি যেকোন ল্যাবে (স্টুডিও বাদে) মাত্র ৭ টাকা খরচে আপনি প্রিন্ট করতে পারবেন । আর পেয়ে যাবেন ছয় কপি ছবি ।

বি:দ্র: মন্তব্যের পরে টিউনটি আপডেট করা হয়েছে । মন্তব্য প্রদান করে টিউনটি সংশোধন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম…. ভাল টিউন, ধন্যবাদ।

ভালো টিউন , তবে শিরোনাম বিভ্রান্তিকর।

    ধন্যবাদ সাম্য ভাই। আচ্ছা ভাই শিরোনামটি কি একেবারে অপ্র্রাসংগিক হয়েছে 🙂

ভালো টিউন

আমিও অনেক দিন ধরে ওই পদ্ধতিই চালিয়ে আসছি

ভাল টিউন । ধন্যবাদ ।

    হুমম.. কম খরচে কাজটি করার যায় । অবশ্যই খারাপ না । স্বাগতম স্বপ্না আপু ।

অনেকদিন আগে মেহেদী আকরাম ভাইয়া এই ব্যপার নিয়ে টিউন করেছিলেন, তারপর থেকে এই পদ্ধতিতেই আছি।

ছবির সাইজ এবং সাজানো ঠিক নাই । সাইজ হবে পাসপোর্ট( ১.৫৫/১.৯৫) , ষ্টাম্প( .৮/১ )। ছবি সাজাবেন প্রথম ছবিটির মত তবে ৩ নং এবং ৬নং ছবিটি ৯০ ডিগ্রী রোটেট করে।রুহুল ভাই আপনাকে Thanks.

    ধন্যবাদ জুয়েল ভাই। আসলে ছবির সাইজ নিয়ে আমি একটু সমস্যায় ছিলাম । তারপর গুগলে সার্চ দিলাম এবং দেখলাম এক এক দেশের জন্য এক এক রকম মান । ইন্টারন্যাশনালী পাসপোর্ট সাইজ দেখালো ২‌‌ইঞ্চি/২ইঞ্চি । আর বাংলাদেশের জন্য হলো ৪০*৫০মিলিমিটার ……….

    বাংলাদেশের জন্য পাসপোর্ট সাইজের মাপ হল ৪০*৫০ সেন্টিমিটার। এটাকে ইঞ্চিতে করলে দাড়ায় ১.৫৭৫*১.৯৬৮ ইঞ্চি।

    সূত্র

    মিস্টার ফটোসপ ভাই,
    বাংলাদেশের জন্য পাসপোর্ট সাইজের মাপ হল ৪০*৫০ সেন্টিমিটার। এটাকে ইঞ্চিতে করলে দাড়ায় ১.৫৭৫*১.৯৬৮ ইঞ্চি।—
    এইখানে সেন্টিমিটার একক না হয়ে মিলিমিটার একক হবে ।

    একুরেট মানের চাইলে অবশ্যই ছবিগুলো আপনার নির্দেশ মোতাবেক সাজাতে হবে । ধন্যবাদ জুয়েল ভাই ।

ধন্যবাদ রহুল ভাই প্রয়োজনীয় বিষয় নিয়ে টিউন করার জন্য।
ভাইয়া আপনি রেজুলেশন দিয়েছেন ২শ যা ৩শ দিলে ছবির মান অনেকটা বৃদ্ধি পাবে।
আর ল্যাবে সাধারণত ৩শ রেজুলেশন ই সেটাপ দেওয়া থাকে।

    সেলিম ভাই ঠিক বলেছেন কালার ল্যাবে ৩০০ রেজুলেসন এ ছবির মান ঠিক থাকে। তবে ৩শ রেজুলেশন ই সেটাপ দেওয়া থাকে এ কথা ঠিক না ।কালার ল্যাবের সফটোয়ার ৩২০ রেজুলেসন পযর্ন্ত read করতে পারে।এর বেশি হলে রিড করতে সময় বেশি নিবে অথবা আনসাপের্টেড ফরমেট বলে ইমেজটি পাস করতে বলে।সেলিম ভাই আপনাকে ধন্যবাদ।

Level 0

কাজে লাগবে…ধন্যবাদ

thankssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
ssssssssss
sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

Level New

আমীন ভাই, ফটোশপ ছাড়া অন্য কোন software দিয়ে কি করা যাবে????

    এই কাজটি ফটোস্টুডিও দিয়েও করা যায়
    ধন্যবাদ অপু ভাই

Level 0

টাকা সেভ করার জন্য অনেক ধন্যবাদ।

Thanks for a nice post. Anek din age new market e 45 takai 14 tar moto pasport+ 26 ta stamp size niyechilam

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর টিউন টির জন্য।
তবে আমার জানার বিষয় হল, এই ভাবে ম্যানুয়ালী না করে এমন কোন অটো অরম্যাট আছে কি না যেখানে ছবি টা পেষ্ট করা মাত্র পাসপোটর্ সাইজের ছবি একই পেইজে অনেকগুলো এক সাথে পেষ্ট হবে??? যানালে খুশি হব।

[email protected]

Level 0

thank you very much

Nice Tune

ধন্যবাদ ।
অন্য আরেকটা পদ্ধতি…picture package দিয়ে। এই টিউনটা ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে এভাবেই সহজ মনে হয়।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/32084

আপনার পদ্ধতিটাও বেশ সুন্দর। পুরা কাজটা Action দিয়ে save করে রাখতে পারেন। তাহলে আর বার বার টানা টানি করা লাগছে না ।

খুব ভালো লাগল। please আবার নিয়মিত টিউন শুরু করেন।

thanks