অন্য সফটওয়্যার ব্যবহার করে কন্টেন্ট ডাউনলোড নিয়ে টিউন করা যাবে কী?

টিউন গাইডলাইন

টেকটিউনস-এ, বিভিন্ন ওয়েব সাইট থেকে কিভাবে অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে কন্টেন্ট (যেমন-মুভি, বই, গান) ডাউনলোড করা যায় তা নিয়ে টিউটোরিয়াল লেখালিখি করলে সেটা কি অনৈতিক (Prohibited) বলে বিবেচিত হবে?


দেখা
330
উত্তর
3
10 মাস 3 সপ্তাহ আগে

বিষয়টি আরও বিস্তারিত বলুন।

টেকটিউনস এ টিউন করতে হয় টেকটিউনস টিউন গাইডলাইন মেনে।

টেকটিউনস টিউন গাইডলাইন সঠিক ভাবে, সময় নিয়ে, মনোয়োগ দিয়ে পড়ুন এবং জেনে নিন কিভাবে টিউন করলে আপনার টিউন Rank করবে এবং জানুন কোন কোন বিষয় আপনার টিউনে থাকলে আপনার টিউন Rank করবে না।

ভারত,বাংলাদেশ,এবং ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলের মানুষদের কাছে বিদেশী লেখকদের বই পাওয়া বেশ কষ্টকর ব্যাপার বিশেষত যদি বইটি আউট-অফ-প্রিন্ট(বা আর ছাপা না হয়) হয়। ইন্টারনেটে https://archive.org/ নামে একটা সাইট আছে যেখানে হাজার হাজার বইয়ের বই স্ক্যান করে পিডিএফ দেওয়া আছে। এখানে অনেক টেকনিক্যাল বই আছে যেগুলো আমাদের বইয়ের মার্কেটে চট করে পাওয়া যায় না, বা পেলেও তার দাম খুবই বেশি!যেটা কেনার সামর্থ্য সবার থাকে না এবং এদেশে বসে বিদেশে প্রকাশিত এইসব বইয়ের নাগাল পাওয়াও কঠিন। । মুশকিলের ব্যাপার হলো archive.org থেকে আগে Adobe digital edition সফটওয়্যার ব্যবহার করে সহজে এইসব বইয়ের পিডিএফ ডাউনলোড করা অনেক সহজ ছিলো কিন্তু এখন সেই পদ্ধতি ফলো করে আর ডাউনলোড করা যায় না। এখন এই এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ পিডিএফের ব্যাপারে খুব কড়াকড়ি করে দিয়েছে এবং সহজে পিডিএফ ফরম্যাটে বই ডাউনলোড করতে দিচ্ছে না। কিন্তু তার জন্যে তো আর তো আর জ্ঞানার্জন থেমে থাকতে পারে না। তো যারা বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে ইচ্ছুক তাদের জ্ঞানপিপাসা মেটানোর জন্য আমি ধাপে ধাপে একটা টিউটোরিয়াল দিতে পারি?