টেকটিউনস ‘টিউন শেয়ার সাবমিট’ করতে পারছি না

টিউন শেয়ার সাবমিট

আমি যখন আমার ফেসবুকের পারমালিংক এর নিউমেরিক নাম্বারটি দিয়ে আমার নিজের ফেসবুক প্রোফাইল শেয়ারিং লিংক তৈরি করছি তখন সেই লিংকটি কাজ করছে না। আবার আমাকে মেসেজে জানানো গাইডলাইনে যেই নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ারিং লিংকটি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে সেটিও একই রকম দেখাচ্ছে। ফেসবুক কি তার সিস্টেম বদলাইছে? কিভাবে এই সমস্যাটি সমাধান করব? কোনো এক্সপার্ট বা টেকটিউনস টিম দয়া করে সমাধান জানাবেন।

নিচের মতো ইরর দেখাচ্ছে।


দেখা
269
উত্তর
3
8 মাস আগে

আপনি ভায়া ব্রাউজার ব্যবহার করুন। আর ফেসবুক তাদের লিংক এর জন্য কোন পরিবর্তন আরেন নাই। আমরাও এই সেম নিয়মেই এখনো কাজ করি এখনও। কাজগুলো করার জন্য প্রথমে টেকটিউনস থেকে আপনি লিংক নিয়ে সেই লিংক আপনার ফেসবুক প্রোফাইলে প্লাস গ্রুপে শেয়ার করবেন। তারপর শেয়ার করা লিংক আপনি কপি করে নিবেন নিয়ে ভায়া ব্রাউজারে পেস্ট করে দিবেন।পেস্ট করার পর আপনি সেখানেই টুলস নামে একটি অপশন পাবেন তারপর সেখান থেকে ভিউ সোর্স নামক অপশনে ক্লিক করে Desktop mood এ টিক মার্ক দিয়ে নিবেন। তারপর post id লিখে সার্চ করলেই পোস্ট আইডি পেয়ে যাবেন। যদি তারপরও কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই ফেসবুকে নক করবেন আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব।

    ভাই তারপরেও হচ্ছে না। আমি আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি অনুগ্রহপূর্বক এক্সেপ্ট করুন। আমার ফেসবুক আইডি লিংক হচ্ছে: https://www.facebook.com/adayhamarid?mibextid=ZbWKwL

টেকটিউনস ‘টিউন শেয়ার সাবমিট’ করা টিউটোরিয়াল ট্রেনিং ফলো করুন।

টিউটোরিয়াল ট্রেনিং এ প্রতিটি বিষয় স্টেপ বাই স্টেপ রয়েছে।