রাকিবুল হাসান: টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন

টেকটিউনস প্রোফাইল রিভিউ

আমি রাকিবুল হাসান, "টেকটিউনস প্রোফাইল সেটআপ" গাইডলাইন অনুযায়ী আমার প্রোফাইল সেটআপ করেছি। এখন আমি টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ এর জন্য আবেদন জানাচ্ছি।


দেখা
714
উত্তর
4
7 মাস 2 সপ্তাহ আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

নির্দেশনা [০১]

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

আপনার

Profession সেকশনের Description ফিল্ড
Profession সেকশনের Start ফিল্ড
Living সেকশনের Street Address

আপনার Street Address ঢাকার বাইরে হলে

গ্রাম: গ্রাম এর নাম, পোস্টঅফিস: পোস্টঅফিস এর নাম, ইউনিয়ন: ইউনিয়ন এর নাম, থানা: থানা এর নাম, জেলা: জেলা এর নাম, বিভাগ: বিভাগ এর নাম, বাংলাদেশ

ফরমেটে Street Address পূরণ করুন।

Education সেকশনের University Faculty, University Subject, University Start ফিল্ড

এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী সেটআপ করা হয়নি।

খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে সংশোধন করুন।

নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে আগামী Saturday, 10-Feb-2024 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

আগামী Saturday, 10-Feb-2024 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ রিভিউ আবেদন করতে পারবেন না।

খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন করতে পারে।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    ধন্যবাদ।
    নির্দেশনা ১, অনুযায়ী পুনঃরায় টেকটিউনস প্রোফাইল সেটআপ করেছি। তবে প্রোফাইলের কিছু ফিল্ড, যেমন ইউনিভার্সিটি রিলেটেড এবং স্কাইপ, হেংআউট, ভাইবার, ইমু, টেলিগ্রাম, ফ্রিল্যান্সার অপশন গুলো খালি রেখেছি। কারন এগুলো সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক নেই এবং ব্যবহার করি না।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হয়েছে।

আপনি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর নির্দেশিত তথ্যাদি সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এ সফল হয়েছেন।

অভিনন্দন আপনাকে!

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হওয়ার ফলে আপনি এখন থেকে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ এ উল্লেখিত অনুযায়ী সুবিধাগুলো পাবেন।

লক্ষ করুন, আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ অ্যাসাইনড হয়েছে কিন্তু ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর কোন ব্যাজ আপনার টিউনার প্রোফাইল অথবা টিউনার পিকচারের সাথে দেখতে পাবেন না। শুধুমাত্র টেকটিউনস টিম তা দেখতে পাবে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না। ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেললে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ বাতিল হবে।

Comments are closed.