টিউন থাম্বনেইল কি নিজে থেকে তৈরি করে দেওয়া যাবে?

টিউন থাম্বনেইল

টেকটিউনস এ ট্রাস্টেড টিউনার হওয়ার আগে যে টিউন গুলো লেখতে হয় সেই টিউন এর থাম্বনেইল কি নিজে থেকে তৈরি করে দেওয়া যাবে? নাকি ইন্টারনেটের যে কোনো স্টক ফটো সাইট থেকেই শুধু কপিরাইট ও রয়েলটি ফ্রি ইমেজ-ই শুধু ব্যবহার করতে হবে?

আমি আমার টিউন এর সাথে প্রাসঙ্গিক থাম্বনেইল স্টক ফটো সাইটে পাচ্ছিনা। এখন আমি নিজে থেকে পুরোপুরি কপিরাইট ও রয়েলটি ফ্রি একটি থাম্বনেইল বানাতে চাচ্ছি। যেহেতু থাম্বনেইল টি আমি পুরোপুরি নিজে তৈরি করব তাই সেটি কপিরাইট ও রয়েলটি ফ্রি ই হবে।

আমার আরো একটি প্রশ্ন হল: থাম্বনেইল বানানোর সময় যদি আমি স্টক ফটো সাইট থেকে কোন ইমেজ ব্যবহার করে সেটি আমার থাম্বনেইল সাথে ব্যবহার করি তাহলে কি সেটি অনুমোদিত হবে? যেহেতু স্টক ফটো সাইট থেকে ডাউনলোড করা ও থাম্বনেইল এ ব্যবহার করা পুরোপুরিভাবে কপিরাইট ও রয়েলটি ফ্রি। এবং ফটোতে কোনো ওয়াটার মার্কও থাকবে না। এবং ফটোটি নিজের ক্রিয়েটটিভিটি দ্বারা এডিট করার জন্য অনুমোদিত। আমি ফটো ডাউনলোড করার জন্য এই সাইটটি ব্যবহার করব। https://www.pexels.com

দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর জানাবেন।


দেখা
438
উত্তর
9
9 মাস 1 সপ্তাহ আগে

টেকটিউনস এর টিউনে ইন্টারনেটের যে কোনো স্টক ফটো সাইট থেকেই কপিরাইট ও রয়েলটি ফ্রি ইমেজ ব্যবহার করা যায় না।

শুধুমাত্র ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ এ উল্লেখ করা স্টক ইমেজ (Stock Image) সাইট থেকে, টিউন এর সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), স্টক ইমেজ (Stock Image)’, টিউনের ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করতে হয়।

টেকটিউনসে, টিউন এর ‘টিউন থাম্বনেইল’ এর হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ কোন ধরনের এডিটং করে ‘টিউন থাম্বনেইল’ হিসেবে সেট করা যায় না।

টেকটিউনসে টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে শুধুমাত্র ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ এ উল্লেখ করা স্টক ইমেজ (Stock Image) সাইট থেকে, হাই-রেজুলেশন স্টক ইমেজ (Stock Image) এ টেকটিউনস গাইডলাইন অনুযায়ী সঠিক ডাইমেনশন ও রেজুলেশ এ রিসাইজ করা ছাড়া, কোন ধরনের এডিটং করে তাতে কোন টেক্সট যোগ করা যায় না, কোন সিম্বল যোগ করা যায় না, কোন আইকন যোগ করা যায় না বা যে কোন ধরনের এডিটিং করা যায় না।

টিউন এর ‘টিউন থাম্বনেইল’ সেট করতে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ব্যবহৃত ফটো/ইমেইজটি ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, স্টক ইমেজ সোর্স (Stock Image Source) থেকে কোন ধরনের এডিটিং ছাড়াই, টিউনের সাথে প্রাসঙ্গিক ও ‘কপিরাইট ফ্রি (Copyright Free), হাই-রেজুলেশন (High Resolution), ওয়াটার মার্ক মুক্ত (Watermark Free), স্টক ইমেজ (Stock Image)’।

    আমি এমন একটি টিউন লিখে ফেলেছি যেটির থামনেল “টেকটিউনস কপিরাইট মেটেরিয়াল গাইডলাইন” এ উল্লেখ করা স্টক ইমেজ সাইট গুলোতে নেই। ওই সব স্টক ইমেজ সাইটে আমার লেখা টিউন এর সাথে প্রাসঙ্গিক ও হাই রেজুলেশন কোন ইমেজ ই পাচ্ছিনা। আর এর কারণে আমার টিউনটি ট্রাস্টেড টিউন প্রসেস এর জন্য গ্রহণযোগ্যতাও পাচ্ছে না। আমি জানতাম না যে টিউনের থাম্নেল শুধুমাত্র “টেকটিউনস কপিরাইট মেটেরিয়াল গাইডলাইন” এ উল্লেখ করা স্টক ইমেজ সাইট গুলো থেকেই নেওয়া যাবে। আমি জানতাম যে সামনের নিজে থেকে তৈরি করে ও ব্যবহার করা যাবে। তাই আমি সেই বিষয়ে টিউনটি লিখে ফেলি। কিন্তু এখন আমি টেকটিউন থাম্নেল সেট করার গাইড লাইন টিউনটি পাবলিশ করার পরে জেনেছি। কিন্তু এখন আমি আমার টিউন এর সাথে প্রাসঙ্গিক ইমেজটি “টেকটিউনস কপিরাইট মেটেরিয়াল গাইডলাইন” এ উল্লেখ করা স্টক ইমেজ সাইটগুলোতে পাচ্ছিই না। এমন অবস্থায় আমি সেই টিউনটি বাদ দিতে চাচ্ছি। এবং সেই টিউনটি বাদ দিয়ে পরবর্তীতে এই ভুলটি না করে ঠিকমতো ভাবে অন্যটিউন গুলো লিখে কাজ এগোতে চাচ্ছি। এমনটি করার কি কোন উপায় আছে? নাকি বাধ্যতামূলকভাবে সেই টিউনটি ঠিক করতেই হবে? আমি অনেক খুঁজেছি কিন্তু স্টক ইমেজ সাইটে আমার সেই টিউন রিলেটেড কোন থাম্বেলি পাচ্ছি না। এখন কি সেই টিউনটি বাদ দেওয়া যাবে প্লিজ।

    সহজ ভাষায় টিউন পাবলিশ করার পরে আমি টিউন থামলেন সেট করার নিয়ম টি জানতে পারি। তারপর এ যখন আমার থামলেন টি রিজেক্ট হয় তখন আমি স্টক ইমেজ এর সাইটে আমার টিউন এর জন্য প্রাসঙ্গিক থামলেন টি খুঁজি, কিন্তু “টেকটিউনস কপিরাইট মেটেরিয়াল গাইডলাইন” এ উল্লেখ করা কোনো স্টক ইমেজ সাইটেই আমার টিউনের সাথে প্রাসঙ্গিক কোন থামলেন পাচ্ছি না। তাই আমি সেই টিউনটি বাদ দিয়ে পরবর্তীতে এই একই ভুল না করে নতুন করে এগোতে চাচ্ছি সেজন্য আমি সেই টিউনটি বাদ দিতে চাচ্ছি। এর কি কোন উপায় আছে?

      স্টক ইমেজ (Stock Image) এর উপর ভিত্তি করে টিউন লেখতে হয় না। টিউন লেখার পর টিউনের সাথে প্রাসঙ্গিক স্টক ইমেজ (Stock Image) খুঁজে টিউনের যোগ করতে হয়।