টিউন এর ওয়ার্ডসমূহ কেটে যাচ্ছে কেন?

টিউন প্রকাশ

জানিনা কেনো এমন হলো সারাদিন কষ্ট করে একটি টিউন লেখলাম আর পাবলিস করার পর সেটি এমন হলো।

টিউন লিংক: https://www.techtunes.io/facebook/tune-id/979674

আমি পুরোপুরি টিউনটি সম্পুর্ণ করে লিখেছিলাম। অনেক স্ক্রিনশট ছিলো। স্ক্রিনশটগুলোও ইমেজ এসইও করেছিলাম। কিন্তু সেটা পাবলিস করার পর এমনটি হলো। টিউনে মাএ কিছু শুরুর ওয়ার্ড ই আছে। বাকি লেখা, স্ক্রিনশট কোনো কিছুই নেই। আমি নিজে কিছু কাটিনি। এখন ইডিট অপশনে গেলেও শুধু ওটোটুকুই আসতেছে। টেকটিউনস টিমের কাছে একটাই অনুরোধ দয়া করে আমার এই টিউনটি ডিলিট করে দিন।

 


দেখা
218
উত্তর
3
8 মাস 1 সপ্তাহ আগে

আপনি স্ট্যাটাস টিউন, ফটো টিউন বা লিংক টিউন হিসেবে টিউন প্রকাশ করছেন।

টেকটিউনসে স্ট্যাটাস টিউনে ৮০ শব্দ, ফটো টিউনে ৫০ শব্দ ও লিংক টিউন ৫০ শব্দের বেশি লেখা যায় না। পূর্ণ শব্দের টিউনের জন্য আপনার টিউন রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করুন।

টেকটিউনসে, লিখিত আকারে স্ট্যান্ডার্ড টিউন করে নলেজ শেয়ার করার পাশাপাশি

  1. টেকটিউনসে সরাসরি ভিডিও আপলোড করে ‘ভিডিও টিউন’
  2. অডিও আপলোড করে ‘অডিও টিউন’
  3. লিংক শেয়ার করে ‘লিংক টিউন’
  4. স্ট্যাটাস আপলোড করে স্ট্যাটাস টিউন ও
  5. ফটো শেয়ার করে ‘ফটো টিউন’

প্রকাশ করে নলেজ শেয়ারিং করা যায়।

টেকটিউনসে

  1. ভিডিও টিউনকে বলা হয় vUne (ভিউন),
  2. অডিও টিউনকে বলা হয় aUne (এউন),
  3. স্ট্যাটাস টিউনকে বলা হয় স্টিউন (stUne),
  4. লিংক টিউনকে বলা হয় liUne (লিউন) এবং
  5. ফটো টিউনকে বলা হয় phUne (ফিউন)

স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন)

টেকটিউনসে স্ট্যাটাস টিউনকে বলা হয়  stUne (স্টিউন)। স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন) এর মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস প্রকাশ করতে পারবেন।

স্টিউন (stUne) এর মাধ্যমে আপনি আপনার চিন্তা, চেতনা, আবেগ, মতামত, বিশেষ কোন তথ্য, সমসাময়িক কোন বিষয় নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি ইত্যাদি প্রকাশ করতে পারেন ৮০ শব্দের মধ্যে।

তবে যেহেতু টেকটিউনস সম্পূর্ণ রূপে বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক তাই আপনার স্ট্যাটাস টিউন স্টিউন (stUne) এর বিষয়স্তু বিজ্ঞান ও প্রযুক্তি সাথে সম্পর্কযুক্ত হওয়া বাঞ্চনীয়।

স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন) টেকটিউনস স্ক্রিনে স্ট্যান্ডার্ড টিউনের মত করে নয় বরং একটি ভিন্ন Standout ফরমেটে টেকটিউনস স্ক্রিনে দেখা যায়।

টেকটিউনসে

  • স্ট্যাটাস টিউন – stUne (স্টিউন) ৮০ শব্দ
  • ফটো টিউন phUne (ফিউন) এ ৫০ শব্দ ও
  • লিংক টিউন liUne (লিউন) ৫০ শব্দের

বেশি লেখা যায় না। অর্থাৎ এই ৩টি ফরমেটের টিউন গুলো এই নির্দিষ্ট শব্দের মধ্যে সিমাবদ্ধ রেখেই প্রকাশ করতে হয়।

পূর্ণ শব্দের টিউনের জন্য আপনার টিউন রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করুন।

রেগুলার স্ট্যান্ডার্ড টিউন হিসেবে প্রকাশ করতে ‘টিউন এডিটরে’ টিউন পাবলিশ করতে খেয়াল রাখুন যেন ‘tUne – টিউন’ ট্যাব সিলেক্ট করা থাকে। vUne – ভিউন, aUne – এউন, stUne – স্টিউন, liUne – লিউন) এবং phUne – ফিউন ট্যাব সিলেক্ট করা না থাকে।

টেকটিউনসে টিউন প্রকাশ করতে টেকটিউনস গাইডলাইন মেনে সঠিক ভাবে টিউন করুন।

কিভাবে আমি একটি পুরো টিউন প্রকাশ করব। সেটির সেটিংস কি। এভাবে চলতে থাকলে তো আমার কোন টিউনি আমি প্রকাশ করতে পারবো না। আর দয়া করে আমার ওই টিউনটি মুছে ফেলুন প্লিজ। আমি বুঝতে না পেরে সেটি করে ফেলেছি।