কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট এর ইমেইজ, কপিরাইট ফ্রি ইমেইজ কিনা চিনতে পারবো?

টিউন মিডিয়া

নির্দেশনায় বলা আছে, বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের ছবি কপিরাইট মুক্ত হয়। কিন্তু সব এটা বেশিরভাগ ক্ষেত্রে।

এখন প্রশ্ন হলো আমি কীভাবে বুঝব যে ছবি কপিরাইট মুক্ত কি না?


দেখা
324
উত্তর
1
8 মাস 2 সপ্তাহ আগে

এ ক্ষেত্রে ‘ইমেইজ লাইন্স’ সম্বন্ধে জানতে হয়। ওয়েব সার্চ করুন Image License লিখে। এছাড়া টিউনে এমন ইমেইজ থাকলে টেকটিউনস কন্টেন্ট অপস নির্দেশনা দেয়।

দেখুন গুগল থেকে যেভাবে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে