মো তানজিন প্রধান: টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর আবেদন

ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর

আমার কাছে বেশ কিছুকাল যাবত ডিভাইস ছিল না। যার কারণে আমি টেকটিউনস এর দেয়া টাস্ক গুলো শেষ করতে পারিনি। এখন আমার কাছে কাঙ্খিত ডিভাইসটি চলে এসেছে। তাই আমি পুনরায় কাজ করতে চাই। টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর জন্য আবেদন করছি। আশাকরি আপনারা বিষয়টি বিবেচনায় আনবেন।


দেখা
447
উত্তর
6
4 মাস 2 সপ্তাহ আগে

আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর আবেদন গ্রহণ করা হলো। আপনাকে আগামী ৫ দিনের মধ্যে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর সকল নির্দেশনা প্রদান করা হবে।

খেয়াল করুন:

আপনার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে প্রথমত নিশ্চিত হোন যে আপনি নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে ও কনসিসটেন্ট (Consistent) থেকে টেকটিউনস ট্রাস্টেড হিসেবে কাজ করতে পারবেন।

’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে আপনাকে টেকটিউনস কন্টেন্ট অপসকে অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে টেকটিউনস ট্রাস্টেড হিসেবে টেকটিউনসে কাজ করতে পারবেন। ভবিৎষতে টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার আপনি ভঙ্গ করবেন না।

আপনাকে প্রদান করা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর করতে হবে।

’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে টেকটিউনস সাইট অপস থেকে আপনাকে ট্রাসটেড টিউনার রিস্টোর করার কিছু প্রসেস রয়েছে সে প্রসেস সম্বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে সেই সাথে আপনাকে নির্দিষ্ট ও নির্ধারিত সময় দেওয়া হবে। প্রয়োজনীয় নির্দেশনা পাবার পর আপনি যদি নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে ব্যর্থ হোন তবে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ সাসপেন্ড স্টেজে চলে যাবে।

আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ সাসপেন্ড স্টেজে চলে গেলে আপনার ‘টেকটিউনস ক্যাশ’ ব্যাল্যান্স রিসেট হয়ে ০ (শুণ্য) হবে এবং আগামী ৬ মাসের মধ্যে আপনি আর টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর রিকোয়েস্ট করতে পারবেন না।

’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে আপনাকে টেকটিউনস কন্টেন্ট অপসকে অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে টেকটিউনস ট্রাস্টেড হিসেবে টেকটিউনসে কাজ করতে পারবেন।

আপনাকে আগামী ৫ দিনের মধ্যে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর সকল নির্দেশনা প্রদান করা হবে।

জানুয়ারির ১০, ১৩, ১৭ ও ২১ এই চারদিন আমার অনার্স ২য় বর্ষের পরীক্ষা আছে। তাই আমি ৭ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে কোন কাজ করতে পারবো না। আশা করি আমাকে এই দিনগুলোর মধ্যে কোন টাস্ক দেওয়া হবে না। আর আমি চাইবো আমায় যেন কিছু সহজ টাস্ক দেওয়া হয়। যাতে আমি মনোবল হারায়ে না ফেলি। আশা করি আপনারা আমার কথা বিবেচনায় রাখিবেন। ধন্যবাদ।

প্রিয় টিউনার,

বর্তমানে আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপ-টু-ডেট নয়।

খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে আপনার টেকটিউনস প্রোফাইল আপ-টু-ডেট করুন।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে আপনার টেকটিউনস প্রোফাইল আপ-টু-ডেট করার পর টেকটিউনস ডেস্ক এ ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য আবেদন করুন।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপ-টু-ডেট করতে সফল হওয়ায় আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর জন্য প্রয়োজনীয় নির্দেশনার কাজ চলমান হলো।

টিউনারের অ্যাকটিভিটি না থাকায় ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার রিস্টোর আবেদন’ টি আগামী 18-Jan-2024 11:59 PM এ Close করা হবে।

এই আবেদনটি আগামী 18-Jan-2024 11:59 PM এ Closed হয়ে যাবার পর, টিউনার কর্তৃক আগামী ৯০ দিন মধ্যে অর্থাৎ 14-Apr-2024 11:59 PM এর মধ্যে নতুন কোন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার রিস্টোর আবেদন’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

টিউনারের অ্যাকটিভিটি না থাকায় এই ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার রিস্টোর আবেদন’ বাতিল হলো।

প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে টিউনার আবার আগামী ৯০ দিন অর্থাৎ Sunday, 14-Apr-2024 11:59 PM এর পর পুনরায় ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার রিস্টোর আবেদন’ গাইডলাইন অনুযায়ী ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার রিস্টোর’ আবেদন করতে পারবে।

আগামী ৯০ দিন পর্যন্ত অর্থাৎ Sunday, 14-Apr-2024 11:59 PM পর্যন্ত টিউনার কর্তৃক ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার রিস্টোর আবেদন’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

Comments are closed.