স্বপন মিয়া: টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন

ট্রাস্টেড টিউনার

ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আমার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস এর প্রতিটি গাইডলাইন অনুযায়ী সম্পন্ন করেছি। দয়া করে কিছু সময় নিয়ে আমার টিউন গুলো রিভিউ করে আমাকে ট্রাস্টেড টিউনার ব্যাজ প্রদান করে টেকটিউনসে আরো নিয়মিত আর্টিকেল লিখতে উৎসাহ দিবেন।

ধন্যবাদ 💞


দেখা
630
উত্তর
9
9 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

ধন্যবাদ ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য।

আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

আপনার সর্বশেষ ১০ টি টিউনই ‘টেকটিউনস কন্টেন্ট পলিসি’ অনুযায়ী হয়েছে। তবে আপনার টিউন গুলোতে ‘টিউন ফরমেটিং’, ‘টিউন ইমেইজ’, ‘টিউন ফটো’, ‘টিউন থাম্বনেইল’ ‘টেকটিউনস গাইডলাইন’ মোতাবেক না হওয়া জনিত বেশ কিছু সমস্যা রয়েছে।

এই মুহুর্তে আপনাকে আপনার সর্বশেষ ১০ টি টিউন সংশোধোনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

  1. প্রতিটি টিউনের জন্য আপনাকে আলাদা আলাদা নির্দেশনা দেওয়া হবে।
  2. একটি টিউনের জন্য আপনাকে সর্বোচ্চো ১৫ বার নির্দেশনা দেওয়া হবে। নির্দেশনার শুরুতে ‘[নির্দেশনা ০১]’, ‘[নির্দেশনা ০২]’ এ রকম ক্রমিক নম্বর দেওয়া থাকবে।
  3. একটি টিউনের জন্য ১৫ বার নির্দেশনা দেওয়া পরও যদি আপনি ‘কোন’ টিউনের নির্দেশনা অনুযায়ী টিউন সংশোধন করতে ব্যর্থ হোন তবে আপনার পুরো এই টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনটি বাতিল হবে।
  4. আপনার প্রকাশিত সর্বশেষ ১০ টি টিউনের যে কোন ১ টি টিউন সংশোধোনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া শুরু করা হবে। ১ তম টিউন সঠিক ভাবে সংশোধনের কাজ সম্পন্ন করে ২ তম টিউন এরপর ৩ তম টিউন এভাবে ১০ তম টিউন পর্যন্ত সংশোধনের কাজ চলমান থাকবে।
  5. একটি টিউন সংশোধনের জন্য আপনি নির্দিষ্ট ও নির্ধারিত সময় পাবেন। সে নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে টিউন সংশোধোনের সকল কাজ সম্পন্ন করতে হবে। একটি টিউনের নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের মধ্যে, আপনি যদি ‘কোন’ টিউনের নির্দেশনা অনুযায়ী টিউন সংশোধন করতে ব্যর্থ হোন তবে আপনার পুরো এই টেকটিউনস আবেদনটি বাতিল হবে।
  6. আগামী ৫ দিনের মধ্যে আপনাকে সংশোধনের নির্দেশনা দেওয়া শুরু হবে।
  7. আগামী কয়েকদিন ১০ তম টিউন পর্যন্ত সংশোধনের কাজ চলমান থাকবে।

আপনি সফল ভাবে আপনার প্রকাশিত সর্বশেষ ১০ টি টিউন, নির্দেশনা অনুযায়ী টিউন সংশোধন করতে সফল হলে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জন করবেন। যদি আপনি নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের মধ্যে ‘কোন একটি’ টিউন সংশোধন করতে ব্যর্থ হোন তবে আপনার পুরো এই টেকটিউনস আবেদনটি বাতিল হবে।

খেয়াল করুন:

টেকটিউনস টিউনার হিসেবে টিউন সংশোধনের প্রক্রিয়া শেষ হবার সময় নির্ভর আপনার টিউনে প্রয়োজনীয় সংশোধনের মাত্রা এর উপর। আপনার টিউনে যদি প্রয়োজনীয় সংশোধনের মাত্রা বেশি প্রয়োজন হয় তবে সময়ও বেশি প্রয়োজন হবে। সেই সাথে টিউন সংশোধনের প্রক্রিয়া শেষ হবার সময় নির্ভর করে আপনার সংশোধনের দক্ষতা, নির্ভুলতা ও দ্রুততা এর উপর।

টেকটিউনস অপস টিমের সাথে টিউন সংশোধনের কাজ করতে অনুগ্রহ করে টেকটিউনস অপস টিম থেকে দেওয়া নির্দেশনা, উত্তর, প্রতুত্তর যা আপনাকে দেওয়া হয় তা সময় নিয়ে, মনোযোগ সহকারে, সঠিক ভাবে পড়ুন ও বুঝুন। তাড়াহুড়ো করে, পর্যাপ্ত সময় না দিয়ে, মনেযোগ না দিয়ে টেকটিউনস অপস টিম থেকে কোন নির্দেশনা, উত্তর, প্রতুত্তর পড়বেন না এবং এ ধরনের অভ্যাস পরিত্যাগ করুন। এর ফলে আপনি বারংবার একই ভুল করবেন এবং আপনাকে একই নির্দেশনা বারংবার প্রদান করতে হবে। যার ফলে টেকটিউনস টিমের সাথে আপনার কোন টিমওয়ার্ক করা সম্ভব হবে না।

যে কোন নির্দেশনা মেনে নির্ভুল ভাবে কাজ করার মূল সূত্র হলো সে নির্দেশনা কয়েকবার পড়া। ১ বার বা ২ বার নয় ৪ থেকে ৫ বার পড়া। এর ফলে আপনি সে নির্দেশনা সঠিক ভাবে বুঝতে পারবেন, সে কাজ নির্ভুল ভাবে সম্পন্ন করতে পারবেন, ভুল পরিহার করতে পারবেন।

তাই টেকটিউনস অপস টিম থেকে দেওয়া নির্দেশনা, উত্তর, প্রতুত্তর যা আপনাকে দেওয়া হয় তা সময় নিয়ে, মনোযোগ সহকারে, সঠিক ভাবে পড়ুন ও বুঝুন ও টিউন সংশোধনের কাজ করুন।

ধন্যবাদ।

    টেকটিউনস অপস টিমের সাথে আমি কীভাবে যোগাযোগ করবো? আমার প্রফাইলে কিংবা আমার জানা অন্য কোথাও আমি এমন কোনো অপশন পাচ্ছি না। দয়া করে টেকটিউনস অপস টিমের সাথে যোগাযোগ করার উপায় জানাবেন। আমি ১ দিনেই আমার সকল সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ

    আমি চাই আমাকে অতি দ্রুত টিউন সংশোধন নির্দেশনা দেওয়া হোক।

প্রিয় টিউনার,

টিউন সংশোধোনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া শুরু হয়েছে। আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা ম্যাসেজ করা হয়েছে।

আগামী কয়েকদিন ১০ তম টিউন পর্যন্ত সংশোধনের কাজ চলমান থাকবে।

টেকটিউনস টিউনার হিসেবে টিউন সংশোধনের প্রক্রিয়া শেষ হবার সময় নির্ভর আপনার টিউনে প্রয়োজনীয় সংশোধনের মাত্রা এর উপর। আপনার টিউনে যদি প্রয়োজনীয় সংশোধনের মাত্রা বেশি প্রয়োজন হয় তবে সময়ও বেশি প্রয়োজন হবে। সেই সাথে টিউন সংশোধনের প্রক্রিয়া শেষ হবার সময় নির্ভর করে আপনার সংশোধনের দক্ষতা, নির্ভুলতা ও দ্রুততা এর উপর।

আপনি সফল ভাবে আপনার প্রকাশিত সর্বশেষ ১০ টি টিউন, নির্দেশনা অনুযায়ী টিউন সংশোধন করতে সফল হলে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জন করবেন। যদি আপনি নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের মধ্যে ‘কোন একটি’ টিউন সংশোধন করতে ব্যর্থ হোন তবে আপনার পুরো এই টেকটিউনস আবেদনটি বাতিল হবে।

প্রিয় টিউনার,

বর্তমানে আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপ-টু-ডেট নয়।

খেয়াল করুন, টেকটিউনস প্রোফাইল সেটআপ করতে, ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে, টেকটিউনস প্রোফাইলের যে যে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করার নির্দেশনা রয়েছে সে ফিল্ড গুলো বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন সঠিক ভাবে পড়ুন ও ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে আপনার টেকটিউনস প্রোফাইল আপ-টু-ডেট করুন।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে অনুসরণ করে আপনার টেকটিউনস প্রোফাইল আপ-টু-ডেট করার পর টেকটিউনস ডেস্ক এ ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ এর জন্য আবেদন করুন।

আপনার টেকটিউনস প্রোফাইল সফলভাবে আপ-টু-ডেট হবার পর টিউন সংশোধোনের জন্য প্রয়োজনীয় নির্দেশনার কাজ চলমান হবে। আপনার টেকটিউনস প্রোফাইল সফলভাবে আপ-টু-ডেট করতে ব্যর্থ হলে টিউন সংশোধোনের জন্য প্রয়োজনীয় নির্দেশনার কাজ বাতিল হবে এবং ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি বাতিল হবে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপ-টু-ডেট করতে সফল হওয়ায় টিউন সংশোধোনের জন্য প্রয়োজনীয় নির্দেশনার কাজ চলমান হলো।

আগামী কয়েকদিন ১০ তম টিউন পর্যন্ত সংশোধনের কাজ চলমান থাকবে।

টেকটিউনস টিউনার হিসেবে টিউন সংশোধনের প্রক্রিয়া শেষ হবার সময় নির্ভর আপনার টিউনে প্রয়োজনীয় সংশোধনের মাত্রা এর উপর। আপনার টিউনে যদি প্রয়োজনীয় সংশোধনের মাত্রা বেশি প্রয়োজন হয় তবে সময়ও বেশি প্রয়োজন হবে। সেই সাথে টিউন সংশোধনের প্রক্রিয়া শেষ হবার সময় নির্ভর করে আপনার সংশোধনের দক্ষতা, নির্ভুলতা ও দ্রুততা এর উপর।

আপনি সফল ভাবে আপনার প্রকাশিত সর্বশেষ ১০ টি টিউন, নির্দেশনা অনুযায়ী টিউন সংশোধন করতে সফল হলে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জন করবেন। যদি আপনি নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ও নির্ধারিত সময়ের মধ্যে ‘কোন একটি’ টিউন সংশোধন করতে ব্যর্থ হোন তবে আপনার পুরো এই টেকটিউনস আবেদনটি বাতিল হবে।

প্রিয় টিউনার,

আপনি ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদন গাইডলাইন’ অনুযায়ী আপনার টিউনার প্রোফাইলের তথ্যাদি সঠিক ভাবে সেট করেছেন এবং টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের গাইডলাইন’ অনুযায়ী মৌলিক, অরিজিনাল ও ইউনিক ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করেছেন। অভিনন্দন! আপনাকে।

খেয়াল করুন, টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ মেনে আপনাকে আপনার ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে হয়। ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ এ নির্দেশিত গাইডলাইন এর কোন একটি বিষয় ভঙ্গ করলে ট্রাসটেড টিউনারশীপ বাতিল হয়।

➡ আপনার কোন একটি Single টিউন ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ ভঙ্গ করে নেগেটিভ র‌্যাংক পেলে অথবা ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ ভঙ্গ করলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই ট্রাসটেড টিউনার হিসেবে টিউন করতে ‘টেকটিউনস টিউন গাইডলাইন’  ও ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ খুবই ভালো করে পড়ে আয়ত্ব করে নিন।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে স্বাগতম!

আমরা আশা করি আপনি টেকটিউনসে এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং ও কোয়ালিটি টিউন প্রকাশ করে টেকটিউনসকে আরও সমৃদ্ধ করবেন। অনিয়মিত ও ইনএকটিভ না থেকে, নিয়মিত ও একটিভ ভাবে টিউন প্রকাশের ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ।

    ধন্যবাদ প্রিয় টেকটিউনস টিম অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। দোয়া করবেন যেনো টেকটিউনসকে নিয়মিত সুন্দর সুন্দর টিউনে আপডেট রাখতে পারি।

Comments are closed.