আসসালামু আলাইকুম। আমি বেশ কয়েকবছর আগে থেকে নিয়মিত টেকটিউনসের ফলোয়ার ছিলাম। তখন দেখতাম বিভিন্ন স্কিলের উপর ফ্রি টিউটোরিয়ালের অনেক চেইন টিউন। মাঝে আমার অন্যান্য কাজের জন্য এই বিষয়গুলোতে আমি অনিয়মিত হয়ে পড়ি, ফলে আমার স্কিল ডেভেলপ করা হয়ে ওঠেনি। এখন টেকটিউনসের ইন্টারফেস বেশ বদলে গিয়েছে, আগের মতো সহজে পছন্দের ক্যাটাগরি খুঁজে পাচ্ছি না। সেটা হয়তো আমার সীমাবদ্ধতার জন্য হচ্ছে। কোন স্কিলের উপর ফ্রি টিউটোরিয়াল টিউনগুলো কিভাবে খুঁজে পাবো?বা বিস্তারিত ইনফরমেশনগুলো কীভাবে পাবো? একটু গাইডলাইন দিলে উপকার হতো। ধন্যবাদ।
https://prnt.sc/SRK4rBt8hgxj