কাজী মাহবুবুর রহমান: টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন

ট্রাস্টেড টিউনার

আমি টেকটিউনস এর বিশাল কমিউনিটিতে এক নিয়মিত ছোট্ট কন্টেন্ট রাইটার। আমি টেকটিউনস এর সকল শর্ত ও নিয়ম কানুন মোতাবেক মোট ১০ টি টিউন করেছি। আমি চাই, আমার সমস্থ টিউন গুলো আপনারা সময় নিয়ে রিভিউ করুন এবং আমি যদি উপযুক্ত হই তাহলে আমাকে ট্রাষ্টেট টিউনার ব্যাজ প্রদান করবেন।

ধন্যবাদ।


দেখা
200
উত্তর
1

টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এরপর আলাদা ভাবে আবেদন করতে হয়। আরও জানতে দেখুন টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন

টেকটিউনস ট্রাসটেড টিউনার হওয়ার জন্য প্রথমত টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন করতে হয়।

এরপর টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করতে হয়। সে প্রক্রিয়া সম্পন্ন করে এরপর আলাদা ভাবে টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার আবেদন করতে হয়।

টেকটিউনস প্রোফাইল সেটআপ ও টেকটিউনস ট্রাস্টেড টিউনার দুটি আলাদা বিষয়। টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ ও টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ দুইটি আলাদা আলাদা প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করতে হয়।

টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন ব্যতিত ও  টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন ব্যতিত টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার আবেদন করা যায় না।