ট্রাস্টেড টিউনার কিভাবে হবো?


আমি একজন ট্রাস্টেড টিউনার হতে চাই। তার জন্য আমি অনেক পরিশ্রমও করেছি। কিন্তু এখন আমি হতে পারছিনা। কি করবো এখন?


দেখা
149
উত্তর
1
6 মাস 1 সপ্তাহ আগে

প্রথমে আপনি বেসিক কন্টেন্ট রাইটিং ও বেসিক কন্টেন্ট ফরমেটিং শিখুন। এরপর টেকনিকাল ব্লগ রাইটিং শিখুন।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হওয়ার জন্য প্রথমত টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন করতে হয়।

এরপর টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করতে হয়। সে প্রক্রিয়া সম্পন্ন করে এরপর আলাদা ভাবে টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার আবেদন করতে হয়।

টেকটিউনস প্রোফাইল সেটআপ ও টেকটিউনস ট্রাস্টেড টিউনার দুটি আলাদা বিষয়। টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ ও টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ দুইটি আলাদা আলাদা প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করতে হয়।

টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন ব্যতিত ও  টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন ব্যতিত টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার আবেদন করা যায় না।