হেড ট্যাগ এরহেড ট্যাগ এর ব্যবহার প্রসঙ্গে

টিউন ফরমেটিং

আমার প্রোফাইল এ পর্যাপ্ত জেমস নেই তাই হেড ট্যাগ অপশন ব্যবহার করতে পারছি না। তাহলে কিভাবে আমি লিস্ট বেইসড টিউন লিখে প্রকাশ করবো। দয়া করে আর সমাধান দিবেন। ধন্যবাদ।


দেখা
451
উত্তর
6
11 মাস 4 সপ্তাহ আগে

‘টেকটিউনস টিউন এডিটর’ এ H2, H3 হেডিং এর টুল ও লিংক করার টুল পেতে নূন্যতম ২০০০ জেমস অর্জন করতে হয়।

আপনার টিউনার র‌্যাংক এখন Level 0। আপনার টিউনার র‌্যাংক Level 2, Level 3 এভাবে বৃদ্ধি পেতে থাকলে আপনি ‘টেকটিউনস টিউন এডিটর’ এ H2, H3 হেডিং এর টুল ও লিংক করার টুল পাবেন।

কত জেমসে কত লেভেল সেরকম তথ্য আমাদের কাছে নেই। তবে আপনি টেকটিউনসে যত বেশি একটিভ থাকবেন আপনার টেকটিউনস জেমস তত বেশি বৃদ্ধি পাবে এবং টেকটিউনস জেমস আপনার ‘টিউনার র‌্যাংক’ বাড়াবে। লেভেল যত উপরে যেতে থাকে এক লেভেল থেকে পরে লেভেলে আরও বেশি জেমস এর প্রয়োজন হয়।

টেকটিউনসে আপনি যত বেশি একটিভ থাকবেন তত বেশি টেকটিউনস জেমস বৃদ্ধি পায়।

  • ১. প্রতিদিন লগইন করলে।
  • ২. প্রতিদিন লগইন করে টেকটিউনস ভিজিট করলে।
  • ৩. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে নিয়মিত টিউন প্রকাশ করলে।
  • ৪. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে ভিডিও টিউন vUne (ভিউন), অডিও টিউন aUne (এউন), স্ট্যাটাস টিউন স্টিউন (stUne), লিংক টিউন liUne (লিউন) এবং ফটো টিউন phUne (ফিউন) প্রকাশ করলে।
  • ৫. প্রতি সপ্তাহে ২ এর অধিক ও মাসে কমপক্ষে ৮ এর অধিক টিউন প্রকাশ করলে।
  • ৬. ‘টেকটিউনস গাইডলাইন’ সম্পূর্ণ রূপে ফলো করে টিউমেন্ট করলে।
  • ৭. ‘টেকটিউনস জ্যাকেট’ ও ‘টেকটিউনস ডেক্স’ এ গঠনমূলক উত্তর দিলে।
  • ৮. নিজের ফ্রেন্ড বৃদ্ধি করলে।
  • ৯. নিজের ফলোয়ার বৃদ্ধি করলে।
  • ১০. অন্য টিউনাদের ফলো করে নিজের ফলোয়িং বৃদ্ধি করলে।
  • ১১. প্রতি মাসে টিউনার প্রোফাইল ফটো যোগ বা পরিবর্তন করলে।
  • ১২. প্রতি সপ্তাহে টিউনার কভার ফটো যোগ বা পরিবর্তন করলে।

এছাড়া পুরো বছর জুড়ে টেকটিউনসে উপরের একটিভি গুলো নিয়মিত করলে বছর শেষে বাৎসরিক বোনাস জেমস যোগ হয়।

এ কাজ গুলো নিয়মিত করে আপনি আপনার টেকটিউনস জেসম বৃদ্ধি করতে পারবেন।

আর যদি ২০০০ জেমস অর্জনের এর আগে টিউনে হেডিং দিতে, লিংক দিতে চান তবে তা আপনি ‘টেকটিউনস টিউন এডিটর’ এ হেডিং টুল ও লিংক টুল সুবিধার মাধ্যমে দিতে পারবেন না তবে তা আপনি ‘টেকটিউনস টিউন এডিটর’ এর Shortcut Key ব্যবহার এর মাধ্যমে দিতে পারবেন।

মোবাইল এর সাহায্যে সেটা কিভাবে করবো?shortcut key শুধু কম্পিউটার আ করা সম্ভব।

দয়া করে এর সমাধান দিন।আমি level up হওয়ার আগে কিভাবে হেড ট্যাগ এর ব্যাবহার মোবাইল এর সাহায্যে করবো?

আমি যদি ২০০০ জেমস হওয়ার পূর্ব এ ১০ টি প্রকাশ করি ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আর যদি হেডিং টুলের ব্যাবহার না করি তাহলে কি ট্রাস্টেড টিউনার ব্যাজ পাবো না?

আমার সমস্যাটির সমাধান কি?

    আপনি যদি ২০০০ জেমস অর্জনের এর আগে টিউনে হেডিং দিতে, লিংক দিতে চান তবে তা আপনি ‘টেকটিউনস টিউন এডিটর’ এ হেডিং টুল ও লিংক টুল সুবিধার মাধ্যমে দিতে পারবেন না তবে তা আপনি ‘টেকটিউনস টিউন এডিটর’ এর Shortcut Key ব্যবহার এর মাধ্যমে দিতে পারবেন।

    টেকটিউনস সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি ও রেসপোন্সিভ লেআউট সাপোর্টেড তাই ডেস্কটপ থেকে যেভাবে লগইন করে টিউন করা যায় ঠিক একই ভাবে মোবাইলে লগইন করে টিউন করা যায় এবং ‘টেকটিউনস টিউন এডিটর’ এর Shortcut Key মোবাইলেও কাজ করে।

    আপনাকে ভিডিও টিউটোরিয়াল থেকে তা আয়ত্ব করতে হবে।