আবু জাফর সিদ্দিকী: টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদন

টেকটিউনস প্রোফাইল রিভিউ

আমি টেকটিউনস এর 'টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন' এর সকল নিয়ম মোতাবেক আমার প্রোফাইলের সকল তথ্য পূরণ করেছি। আমার টেকটিউনস প্রোফাইল রিভিউ করে আমাকে 'টেকটিউনস প্রোফাইল সেটআপ' এর সহায়তা করুন অনুগ্রহ করে।


দেখা
624
উত্তর
6
1 বছর 4 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

নির্দেশনা [০১]

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. নিজেস্ব ন্যাশনাল আইডি এর নামে বিকাশ নম্বর খোলা নয়।
২. আপনার ১৬ ডিজিটের ‘Birth Registration Number’ সঠিক নয়/অনলাইন ডেটাবেজে নেই।

খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে আগামী ৬০ দিন আপনি আর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য অবেদন করতে পারবেন না বা আবেদন করলেও তা আর গ্রহণযোগ্য হবে না। ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে আপনার এই আবেদন বাতিল হবার ৬০ দিন অতিক্রান্ত হবার পর আপনি আবার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ করে আবেদন করতে পারবেন।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আসসালামু-আলাইকুম,

    আমার বিকাশ নাম্বার নিজিস্ব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খোলা না থাকা এবং জন্মনিবন্ধন ডিজিটাল না হওয়ার জন্য আমার টেকটিউন প্রোফাইলটি ভেরিফাইড হয়নাই, আপনারা আমাকে নির্দেশনা [০১] প্রদান করেছেন।
    ১. নিজেস্ব ন্যাশনাল আইডি এর নামে বিকাশ নম্বর খোলা নয়।
    ২. আপনার ১৬ ডিজিটের ‘Birth Registration Number’ সঠিক নয়/অনলাইন ডেটাবেজে নেই।

    কিন্তু আমার বিকাশ নাম্বার ও জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য সাতদিন সময় লাগবে। আগামি সাত দিনের মধ্যে সংশোধন করে পুনরাই টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদন করব।

    আশাকরি, আমাকে নিজিস্ব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বিকাশ ও জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য
    সাতদিন সময় দিবেন।

      আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে না। আপনি নির্দেশনা [০১] অনুযায়ী আপনার প্রোফাইল সংশোধন করে, আপডেট করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

    নির্দেশনা [০১] অনুযায়ী আমার প্রোফাইল আপডেট করেছি। প্রোফাইলটি অনুগ্রহ করে পুনরায় রিভিউ করুন।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হয়েছে।

আপনি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর নির্দেশিত তথ্যাদি সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এ সফল হয়েছেন।

অভিনন্দন আপনাকে!

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হওয়ার ফলে আপনি এখন থেকে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ এ উল্লেখিত অনুযায়ী সুবিধাগুলো পাবেন।

লক্ষ করুন, আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ অ্যাসাইনড হয়েছে কিন্তু ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর কোন ব্যাজ আপনার টিউনার প্রোফাইল অথবা টিউনার পিকচারের সাথে দেখতে পাবেন না। শুধুমাত্র টেকটিউনস টিম তা দেখতে পাবে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না। ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেললে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ বাতিল হবে।