সজিব মাহমুদ সাইমুন: টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন

ট্রাস্টেড টিউনার

আসসালামুয়ালাইকুম।

আমার প্রোফাইল ভেরিফাইড করা আছে। আমি গত এক মাসের মধ্যে ১০ টি টিউন করেছি। এখন আমি ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আবেদন করছি। ধন্যবাদ।


দেখা
1,381
উত্তর
9
1 বছর 4 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

নিন্মোক্ত টিউন গুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন এর জন্য বিবেচিত হয়নি।

টিউন: মোবাইল ফোনের ১০ টি গুরুত্বপুর্ণ বৈশিষ্ট যা আমাদের জানা দরকার
কারণ: মেশিন ট্রন্সলেশন/ লিটেরাল ট্রন্সলেশন (আক্ষরিক অনুবাদ)/অসামাঞ্জস্য অনুবাদ রয়েছে।

টিউন: ১১টি আশ্চর্যজনক অ্যান্ড্রয়েড অ্যাপ যা সহজ করে তুলে কাজের গতিকে
কারণ: মেশিন ট্রন্সলেশন/ লিটেরাল ট্রন্সলেশন (আক্ষরিক অনুবাদ)/অসামাঞ্জস্য অনুবাদ রয়েছে।

এই টিউনগুলো এর পরিবর্তে, নির্দেশনা মেনে নতুন টিউন প্রকাশ করুন।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে আপনার প্রকাশিত সকল টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ অনুযায়ী হতে হয়।

উল্লেখিত যে টিউনগুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য বিবেচিত হয়নি সে টিউনগুলো এর পরিবর্তে, নির্দেশনা মেনে নতুন টিউন প্রকাশ করুন।

এছাড়া আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য’ ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’অনুযায়ী হতে হয়।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য এই নির্দেশনা অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন ও নির্দেশনা অনুযায়ী রিপ্লাই করুন।

নির্দেশনা মোতাবেক নতুন টিউন প্রকাশ করে আগামী Wednesday, 28-Dec-2022 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

উল্লেখিত যে টিউনগুলো ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য বিবেচিত হয়নি সে টিউনগুলো এর পরিবর্তে প্রকাশিত টিউনগুলো টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইনে উল্লেখিত ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য’ ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক’অনুযায়ী প্রকাশিত না হলে অথবা গাইডলাইন ভঙ্গ করে টিউন প্রকাশিত হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে।

প্রকাশিত নতুন টিউনের যে কোন ১ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।

আগামী Wednesday, 28-Dec-2022 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক নতুন টিউন প্রকাশ করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ এ উল্লেখিত সকল প্রক্রিয়া পুনরায় সঠিক ভাবে সম্পন্ন করে আবার নতুন করে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করা যায়।

    উল্লেখিত যে টিউন গুলো বিবেচিত হয়নি,সে টিউন গুলোর পরিবর্তে নতুন টিউন প্রকাশ করেছি।আশা করছি,বিবেচনা করে দেখবেন ট্রাস্টেড টিউনার ব্যাজ দেওয়ার জন্য।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে আপনার প্রকাশিত সকল টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন’ অনুযায়ী ফরমেটেড থাকতে হয়।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য আপনার প্রকাশিত প্রতিটি টিউনে গাইডলাইনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করুন ও নির্দেশনা অনুযায়ী রিপ্লাই করুন।

নির্দেশনা মোতাবেক সকল টিউন সংশোধন করে আগামী Thursday, 29-Dec-2022 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

আগামী Thursday, 29-Dec-2022 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক সকল টিউন সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন করতে পারবেন না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ এ উল্লেখিত সকল প্রক্রিয়া পুনরায় সঠিক ভাবে সম্পন্ন করে আবার নতুন করে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করা যায়।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আসসালামুয়ালাইকুম। আমি নতুন করে টিউন সংশোধন করে টিউন করেছি। আপনারা বিবেচনা করে দেখুন।ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

আপনার প্রকাশিত টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন’ এর ‘১. টেকটিউনস টিউনে টিউন ফরমেটিং’ সেকশনে উল্লেখিত ফরমেট অনুযায়ী হয়নি।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে আপনার প্রকাশিত সকল টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন’ অনুযায়ী ফরমেটেড থাকতে হয়।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদনের জন্য আপনার প্রকাশিত প্রতিটি টিউনে গাইডলাইনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করুন ও নির্দেশনা অনুযায়ী রিপ্লাই করুন।

নির্দেশনা মোতাবেক সকল টিউন সংশোধন করে আগামী Friday, 30-Dec-2022 11:59 PM এর মধ্যে এই টিউমেন্টটিতে রিপ্লাই করুন।

আগামী Friday, 30-Dec-2022 11:59 PM এর মধ্যে নির্দেশনা মোতাবেক সকল টিউন সংশোধন করে এই টিউমেন্টটিতে রিপ্লাই করতে ব্যর্থ হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হবে এবং আপনি আগামী ৬০ দিনের মধ্যে আর নতুন করে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন করতে পারবেন না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে না বা করলেও তা গ্রহণযোগ্য হয় না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে টিউনার আগামী ৬০ দিন এর পর ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হলে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ এ উল্লেখিত সকল প্রক্রিয়া পুনরায় সঠিক ভাবে সম্পন্ন করে আবার নতুন করে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করা যায়।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আমি আমার সকল টিউন সংশোধন করেছি।এখন আমি ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার জন্য আবেদন করছি।ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ আবেদন রিভিউ করা সম্পন্ন হয়েছে।

আপনার প্রকাশিত টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন’ এর ‘১. টেকটিউনস টিউনে টিউন ফরমেটিং’ সেকশনে উল্লেখিত ফরমেট অনুযায়ী হয়নি।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ অর্জন করতে আপনার প্রকাশিত সকল টিউন ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন টিউন ফরমেট গাইডলাইন’ অনুযায়ী ফরমেটেড থাকতে হয়।

সর্বচ্চো সংখ্যক বার নির্দেশান প্রদান করা সত্তেও, নির্দেশনা মোতাবেক সকল টিউন সংশোধন করতে ব্যর্থ হওয়ায় ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ এর জন্য এই আবেদনটি বাতিল হলো।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার প্রচেস্টার জন্য আপনাকে অসংখ্য সাধুবাদ।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ টি বাতিল হওয়ায় টিউনার আগামী ৬০ দিন পর্যন্ত অর্থাৎ Tuesday, 28-Feb-2023 11:59 PM পর্যন্ত ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারবেন না বা করলেও তা গ্রহণযোগ্য হবে না।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হওয়ায় টিউনার আগামী ৬০ দিন এর পর অর্থাৎ Tuesday, 28-Feb-2023 11:59 PM এর ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারবেন।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন’ বাতিল হওয়ায় টিউনার পুনরায় নতুন করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন’ এ উল্লেখিত সকল প্রক্রিয়া পুনরায় সঠিক ভাবে সম্পন্ন করে আবার নতুন করে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ আবেদন করতে পারবেন।

Comments are closed.