জান্নাতুল ফেরদৌস: টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদন

টিউনার প্রোফাইল ট্রাস্টেড টিউনার

আসসালামু আলাইকুম, ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আমার প্রোফাইল সেটআপ ব্যাজের প্রয়োজন। অনুগ্রহ করে আমাকে প্রোফাইল সেটআপ ব্যাজ প্রদান করুন।


দেখা
688
উত্তর
5

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

নির্দেশনা <০১>

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. আপনার প্রোফাইল নেম ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ অনুযায়ী হয়নি।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আবেদন করতে আপনার টেকটিউনস Extended Profile এর Basic Section এর Name (required) ফিল্ডে ও Name (in English) ফিল্ডে অবশ্যই আপনার Birth Registration এর বাংলা ও ইংরেজি নাম সেট করতে হয়। কোন ধরনের ছদ্মনাম, সাংকেতিক নাম, কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম ব্যবহার করা যায় না।

আপনার প্রোফাইলের Name (required) ফিল্ডে ও Name (in English) ফিল্ড আপনার Birth Registration অনুযায়ী সেট করা হয়নি। ঠিক করুন।

২. Profession সেকশনের Organization, Position, City ফিল্ড ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইনে ‘Profession সেকশন’ এ নির্দেশ মোতাবেক বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়। পূরণ করা হয়নি। ঠিক করুন।

৩. Education সেকশনের Study Completed, Currently Study In, School, School Start ফিল্ড ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইনে ‘Education সেকশন’ এ নির্দেশ মোতাবেক বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়। পূরণ করা হয়নি। ঠিক করুন।

খেয়াল করুন: আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৩ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৩ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ আবেদনটি বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা <০১>, নির্দেশনা <০২> এভাবে দেওয়া থাকে।

৩ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে আগামী ৬০ দিন আপনি আর ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য অবেদন করতে পারবেন না বা আবেদন করলেও তা আর গ্রহণযোগ্য হবে না। ৩ বার নির্দেশনার মধ্যে আপনি যদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে আপনার এই আবেদন বাতিল হবার ৬০ দিন অতিক্রান্ত হবার পর আপনি আবার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ করে আবেদন করতে পারবেন।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হয়েছে।

আপনি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর নির্দেশিত তথ্যাদি সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এ সফল হয়েছেন।

অভিনন্দন আপনাকে!

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হওয়ার ফলে আপনি এখন থেকে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ এ উল্লেখিত অনুযায়ী সুবিধাগুলো পাবেন।

লক্ষ করুন, আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ অ্যাসাইনড হয়েছে কিন্তু ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর কোন ব্যাজ আপনার টিউনার প্রোফাইল অথবা টিউনার পিকচারের সাথে দেখতে পাবেন না। শুধুমাত্র টেকটিউনস টিম তা দেখতে পাবে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না। ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেললে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ বাতিল হবে।