টিউন গাইডলাইনটা বুঝতে ২টা বিষয়ে Confusion লাগছে

টিউন গাইডলাইন

আমি টিউন গাইডলাইনটা ভালো করে বুঝতে পারলাম না। নিচে ২টা বিষয় আমার confusion লাগছে।

  • ১)আমি যেদিন ট্রাস্টেড টিউনার এর জন্য আবেদন করব, সেদিন থেকে ৩০ দিনের মধ্যে ১০টি টিউন প্রকাশিত হওয়া লাগবে? নাকি,
  • ২) আগে ৩০ দিনের মধ্যে ১০টি টিউন প্রকাশ করে, তারপর আবেদন করব?

১ নাম্বার নিয়ম নাকি, ২ নাম্বার নিয়ম, কোন পদ্ধতিটা আমি সিলেক্ট করে কাজ করব? দয়া করে উত্তর দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ।


দেখা
287
উত্তর
1
1 বছর 6 মাস আগে

যেহেতু কাজটি আবেদনের তাই আপনার প্রকাশিত ১০ টি টিউন আবেদনের আগেই প্রকাশিত থাকতে হয়। আপনার প্রকাশিত ১০ টি টিউন আবেদনের আগে টিউন প্রকাশ না করলে আপনার আবেদনের কোন ভিত্তি থাকে না। আবেদনের অর্থই হচ্ছে আপনি কোন নির্দিষ্ট গাইডলাইন মোতাবেক কোন নির্দিষ্ট কাজ করে আবেদন করছেন।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য সর্বপ্রথম আপনাকে সফল ভাবে টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন করতে হয়। টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন ব্যতীত টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য কোন প্রকার আবেদন করা যায় না। টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন ব্যতীত টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য আবেদন করা হলে তা গ্রহণযোগ্য হয় না এবং বাতিল হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের জন্য সর্বপ্রথম টেকটিউনস প্রোফাইল সেটআপ ব্যাজ অর্জন করতে হয়। এরপর ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে পূর্বের ৩০ দিনের মধ্যে ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী প্রকাশিত থাকতে হয়। এরপর টেকটিউনস স্ট্রাস্টেড টিউনার এর জন্য আবেদন করা যায়।

শুধুমাত্র যেকোনো রকম ভাবে ১০ টি টিউন প্রকাশ করে আবেদন করলেই টেকটিউনস ট্রাস্টেড টিউনার অর্জন করা যায় না। আপনার প্রকাশিত ১০ টি টিউন অবশ্যই ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী প্রকাশিত থাকতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের সকল গাইডলাইন সঠিকভাবে মেনে, সঠিক নিয়মে টিউন প্রকাশে আপনার যোগ্যতা প্রমাণিত হয়।