ট্রাসটেড টিউনার হওয়ার জন্য টিউন গাইডলাইন মেনে চললেই কি হয়? নাকি আলাদা ভাবে ট্রাসটেড টিউনার এর জন্য আবেদন করতে হয়?

ট্রাস্টেড টিউনার

ট্রাসটেড টিউনার হওয়ার জন্য টিউন গাইডলাইন মেনে চললেই কি হয়? নাকি আলাদা ভাবে ট্রাসটেড টিউনার এর জন্য আবেদন করতে হয়? আবেদন করতে হলে কিভাবে আবেদন করতে হয়?


দেখা
326
উত্তর
3
1 বছর 8 মাস আগে

টেকটিউনস ট্রাসটেড টিউনার হবার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে আপনাকে সে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপর আলাদা ভাবে আবেদন করতে হবে। আরও জানতে এই টিউনটি দেখুন।

টেকটিউনসে অরিজিনাল, রিচ ও হাই কোয়ালিটি কন্টেন্ট লিখে টেকটিউনস থেকে ‘ইনকাম’ করা যায়।

টেকটিউনস থেকে ইনকাম ‘টেকটিউনস ক্যাশ’ হিসেবে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে জমা হয়।

‘টেকটিউনস ক্যাশ’ সরাসরি পে-আউট হয় আপনার বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্টে।

টেকটিউনস থেকে ইনকাম শুরু করতে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার বিস্তারিত

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের সমান্য কিছু অংশও গুগল ট্রান্সলেশন বা মেশিন ট্রান্সলেশন ব্যবহার করে বাংলা যোগ করা যায় না। টিউনের ভাষায় কোন রকম আক্ষরিক অনুবাদের ভাষা ও অনুবাদের ফলে ভাষার অসামঞ্জস্যতা, এক বাক্যের সাথে অন্যবাক্যের মিল না থাকা এরকম একটি বাক্যও থাকা যায় না।

টেকটিউনস প্লেইজারিজম গাইডলাইন