টেকটিউনস ডেস্ক এবং জ্যাকেটের মধ্যে পার্থক্য কি?


টেকটিউনস ডেস্ক এবং টেকটিউনস জ্যাকেট নামক ২টি আলাদা অপশন থাকলেওে এই পেজ ২টি দেখতে একই রকম। এদের মধ্যে পার্থক্য কি কোন পার্থক্য আছে নাকি ২টিই একই।


দেখা
229
উত্তর
1
11 মাস 1 সপ্তাহ আগে

টেকটিউনস ডেস্ক ও টেকটিউনস জ্যাকেট এর পেইজ একরকম নয়। পার্থক্য রয়েছে।

পেইজের শুরুতেই লেখা আছে কোনটি কী।

টেকটিউনস জ্যাকেট – আইটি, প্রযুক্তি ও বিজ্ঞান সমস্যার সমাধান পান ও সমাধান দিন।

টেকটিউনস ডেস্ক – টেকটিউনস সংক্রান্ত সমস্যা ও সাহায্যের জন্য Ask করুন টেকটিউনস ডেস্ক এ। ‘টেকটিউনস Site Ops’ টিম অফিসিয়াল সাপোর্ট প্রদান করবেন।