মো. আতিকুর ইসলাম: টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদন

টেকটিউনস প্রোফাইল রিভিউ

আমি টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী প্রোফাইল সেটাপ করেছি। আমি আমার টেকটিউনস প্রোফাইল রিভিউ এর জন্য আবেদন জানাচ্ছি।


দেখা
852
উত্তর
7
1 বছর 11 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. আপনার প্রোফাইল পিকচার টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর আবেদন করতে আপনার টিউনার প্রোফাইল ফটো ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে ‘Profile Photo সেকশন’ এ উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

  1. প্রোফাইল ফটোতে অবশ্যই ৯০% আপনার মুখমন্ডল (Face) রয়েছে এমন ছবি আপলোড করতে হবে। দূর থেকে তোলা ছবি এবং ছবির ৯০% আপনার মুখমন্ডল (Face) নেই এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না
  2. প্রোফাইল ফটোতে অবশ্যই আপনার মাথা বা হেড (Head), চুল, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ পরিপূর্ণ ভাবে থাকতে হবে। ছবিতে মাথা, চুল, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ কেটে গিয়েছে এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না। মাথা, চুল, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ কেটে না গিয়ে, মুখমণ্ডল ৯০%-৮০% এর যতটুকু কাছাকাছি রাখা যায় ততটুকু রেখে প্রোফাইল ফটো তুলুন ও আপলোড করুন।
  3. প্রোফাইল ফটোতে অবশ্যই আপনার মাথা যেন সোজা থাকে, মাথা ডানে, বামে, উপরে বা নিচে বাঁকা না থাকে।
  4. প্রোফাইল ফটোতে আপনার বডি (শরীর) ও মুখমন্ডল যেন ছবির ফ্রেমের মাঝ বরাবার থাকে। ছবির ফ্রেমে বাম ও ডান পাশে যেন সমান অংশ ব্যাকগ্রাউন্ড থাকে। ছবির ফ্রেমে বাম পাশে যতটুকু ব্যাকগ্রাউন্ড রয়েছে ডান পাশেও যেন ততটুকু অংশ ব্যাকগ্রাউন্ড থাকে।
  5. প্রোফাইল ফটো অবশ্যই সাম্প্রতিক তোলা হতে হবে। ১ মাসের বেশি পুরনো কোন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।

আপনার প্রোফাইল ফটো এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়।

ঠিক করুন।

২. Profession সেকশনের Organization, Position, City, Description, Start, End ফিল্ড এ আপনি টেকটিউনসে ট্রাস্টেড টিউনার ছাড়া অন্য যে পেশায় রয়েছেন সে তথ্য পূরণ করুন।

আপনি ছাত্র হলে Organization হিসেবে আপনার স্কুল/কলেজ/ইউনিভার্সিটির নাম, Position হিসেবে আপনার ক্লাস/সেমিস্টার/ইয়ার লিখুন।

আপনি ছাত্র হলে Description ফিল্ড Blank রাখুন। আপনি ছাত্র ছাড়া অন্য পেশার হলে আপনার পেশার বর্ণনা লিখুন। এখানে Description ফিল্ডটি অপশনাল চাইলে Blank রাখতে পারেন।

Profession সেকশনের Organization, Position, City ফিল্ড বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

৩. Education সেকশনের Study Completed ও Currently Study In ফিল্ড পূরণ করতে হয়। ঠিক করুন।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. আপনার প্রোফাইল পিকচার টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর আবেদন করতে আপনার টিউনার প্রোফাইল ফটো ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে ‘Profile Photo সেকশন’ এ উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

  1. প্রোফাইল ফটো অবশ্যই স্পষ্ট হতে হবে। অন্ধকার আছন্ন, ছায়া বা সেডো পড়া কোন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।
  2. যথেষ্ঠ পরিপাটি হয়ে, সতেজ অবস্থায় ও পরিস্কার পরিচ্ছন্ন পোষাক পড়ে ছবি তুলুন। উসকো, খুসকো চুল, ঘর্মার্ক্ত, ক্লান্ত, অবসাদগ্রস্থ, ঘুমাচ্ছন্ন, অপরিষ্কার পোষাক পরিহিত অবস্থায় ছবি তোলা থেকে বিরত থাকুন।

আপনার প্রোফাইল ফটো এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়।

ঠিক করুন।

এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হয়েছে।

আপনি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর নির্দেশিত তথ্যাদি সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এ সফল হয়েছেন।

অভিনন্দন আপনাকে!

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হওয়ার ফলে আপনি এখন থেকে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ এ উল্লেখিত অনুযায়ী সুবিধাগুলো পাবেন।

লক্ষ করুন, আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ অ্যাসাইনড হয়েছে কিন্তু ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর কোন ব্যাজ আপনার টিউনার প্রোফাইল অথবা টিউনার পিকচারের সাথে দেখতে পাবেন না। শুধুমাত্র টেকটিউনস টিম তা দেখতে পাবে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না। ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেললে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ বাতিল হবে।

তবে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে নির্দেশিত, টেকটিউনস অ্যাকাউন্ট এর যে প্রোফাইল ফিল্ড গুলো পূরণ করা আবশ্যকীয় নয়, ঐচ্ছিক বা অপশনাল, টেকটিউনস অ্যাকাউন্ট এর সে প্রোফাইল ফিল্ড গুলোর তথ্য আপনি নতুন করে যোগ পরিবর্তন মুছে ফেলতে পারবেন।