মো. তানজিন প্রধান: টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ রিস্টোর আবেদন

ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর

আমার টেকটিউনস প্রোফাইল সেটআপ সফল হওয়ায় 'টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ' রিস্টোর এর জন্য আবেদন করছি।


দেখা
546
উত্তর
5

প্রিয় টিউনার, মোঃ তানজিন প্রধান,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর আবেদন গ্রহণ করা হলো। আপনাকে আগামী ২ দিনের মধ্যে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর সকল নির্দেশনা প্রদান করা হবে।

খেয়াল করুন:

আপনার ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে প্রথমত নিশ্চিত হোন যে আপনি নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে ও কনসিসটেন্ট (Consistent) থেকে টেকটিউনস ট্রাস্টেড হিসেবে কাজ করতে পারবেন।

’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে আপনাকে টেকটিউনস কন্টেন্ট অপসকে অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে টেকটিউনস ট্রাস্টেড হিসেবে টেকটিউনসে কাজ করতে পারবেন। ভবিৎষতে টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার আপনি ভঙ্গ করবেন না।

আপনাকে প্রদান করা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর করতে হবে।

’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে টেকটিউনস সাইট অপস থেকে আপনাকে ট্রাসটেড টিউনার রিস্টোর করার কিছু প্রসেস রয়েছে সে প্রসেস সম্বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে সেই সাথে আপনাকে নির্দিষ্ট ও নির্ধারিত সময় দেওয়া হবে। প্রয়োজনীয় নির্দেশনা পাবার পর আপনি যদি নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে ব্যর্থ হোন তবে আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ সাসপেন্ড স্টেজে চলে যাবে।

আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ সাসপেন্ড স্টেজে চলে গেলে আগামী ৬ মাসের মধ্যে আপনি আর টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর রিকোয়েস্ট করতে পারবেন না।

’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ করতে আপনাকে টেকটিউনস কন্টেন্ট অপসকে অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে টেকটিউনস ট্রাস্টেড হিসেবে টেকটিউনসে কাজ করতে পারবেন।

আপনাকে আগামী ২ দিনের মধ্যে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর সকল নির্দেশনা প্রদান করা হবে।

    ইনশাআল্লাহ, আশা করছি পারবো।

    ১. প্রথমত, আমি নিশ্চিত করছি যে আমি এখন থেকে নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে ও কনসিসটেন্ট (Consistent) থেকে টেকটিউনস ট্রাস্টেড হিসেবে কাজ করব।

    ২. দ্বিতীয়ত, আমি নিশ্চিত করছি যে আমি এনজেগিং টিউন টপিক তৈরি করে টিউন প্রকাশ করব।

    ৩. তৃতীয়ত, আমি নিশ্চিত করছি যে আমি ১০০% প্লেজারিজম (Plagiarism) মুক্ত, ইউনিক টিউন প্রকাশ করব।

    ৪. চতুর্থত, আমি নিশ্চিত করছি যে আমি ট্যাকনিক্যাল টিউন প্রকাশ করব।

    ৫. পঞ্চমত, আমি নিশ্চিত করছি যে আমি টিউন টাস্ক ডেডলাইন অনুযায়ী সঠিক ভাবে সম্পন্ন করব ও সাবমিট করব।

    ৬. ষষ্ঠত, আমি নিশ্চিত করছি যে আমি প্রতি মাসে আমাকে অ্যাসাইন করা ১০ টি ’টিউন টাস্ক’ সফল ভাবে সম্পন্ন করার পর আমি আমার নিজস্ব টপিক আইডিয়া নিয়ে টিউন প্রকাশ করব।

    ৭. সপ্তমত, আমি সম্মতি জানাচ্ছি যে আমার ’টেকটিউনস ক্যাশ’ পেমেন্ট পে-আউট প্রভিশন পিরিয়ড থাকবে।

আপনি ‘টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ’ রিস্টোর এর সকল শর্তে সম্মতি থাকায় আপনাকে ’টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ’ রিস্টোরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ম্যাসেজ করা হয়েছে। ধন্যবাদ।