মোঃ রেজোয়ান উজ জামান: টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদন

টেকটিউনস প্রোফাইল রিভিউ

আমার টেকটিউনস প্রোফাইল 'টেকটিউনস প্রোফাইল সেটআপ' গাইডলাইন অনুযায়ী সেটআপ করা হয়েছে। দয়া করে আমার প্রোফাইলটি রিভিউ করুন।


দেখা
737
উত্তর
6

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস সাইট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস সাইট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ নির্দেশনা [০১]

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. আপনার প্রোফাইল পিকচার ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইন মোতাবেক হয়নি।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর আবেদন করতে আপনার টিউনার প্রোফাইল ফটো ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ গাইডলাইনে ‘Profile Photo সেকশন’ এ উল্লেখিত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়।

  1. প্রোফাইল ফটোতে অবশ্যই ৯০% আপনার মুখমন্ডল (Face) রয়েছে এমন ছবি আপলোড করতে হবে। দূর থেকে তোলা ছবি এবং ছবির ৯০% আপনার মুখমন্ডল (Face) নেই এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যায় না।

আপনার প্রোফাইল ফটো এ বৈশিষ্ট্য সম্পন্ন নয়।

ঠিক করুন।

২.  আপনার Profession সেকশন টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী সেট করা হয়নি।

ঠিক করুন।

৩. Living সেকশনের City/Town, Street Address ফিল্ড বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়।

ঠিক করুন।

৪. Education সেকশনের School (নাম) ও College (নাম) ফিল্ড বাংলায় সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হয়। ঠিক করুন।

৫. আপনার Social Connection সেকশন টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী সেট করা হয়নি।

৬. আপনার Instant Connection সেকশন টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী সেট করা হয়নি।

খেয়াল করুন: আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৩ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৩ বার নির্দেশনার মধ্যে আপনি যদি সঠিক ভাবে ও নির্ভুল ভাবে টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সংশোধন করতে ব্যর্থ হোন তবে আপনার এই টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনটি বাতিল হবে।

আপনার এই টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনটি বাতিল হলে আগামী ৬ মাসের মধ্যে আপনার নতুন কোন ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

এই গাইডলাইন অনুযায়ী প্রতিটি বিষয় আগামী ৩ দিন অর্থাৎ 03-Feb-2022 11:59 PM এর মধ্যে এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

এই গাইডলাইন অনুযায়ী প্রতিটি বিষয় আগামী ৩ দিন অর্থাৎ 03-Feb-2022 11:59 PM এর মধ্যে এক এক করে ঠিক করে এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করা হলে এই আবেদনটি Close করা হবে।

এই আবেদনটি Closed হয়ে যাবার পর, আগামী ৩ মাসের মধ্যে আপনার নতুন কোন ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আমি আপনাদের দেওয়া নির্দেশনা মোতাবেক আমার প্রোফাইলটি সংশোধন করেছি। দয়া করে প্রোফাইলটি আরেকবার রিভিউ করুন।
    (বিঃদ্রঃ আমার চেহারাটা তুলনামূলক একটু লম্বা হওয়ায় প্রোফাইল ফোটোতে একটু সমস্যা হচ্ছে। ৯০% রাখতে গেলে মাথা কেটে যাচ্ছে। আবার মাথা রাখতে গেলে ৯০% মুখ ছবিতে আসছে না। তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ২ টি শর্তই মান্য করতে। তবু্ও যদি কোন সমস্যা হয় তাই বিষয়টি আপনাদের অবগত করলাম)
    ধন্যবাদ

টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ নির্দেশনা [০২]

প্রিয় টিউনার,

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর জন্য রিভিউ করা হয়েছে।

আপনার টেকটিউনস টিউনার অ্যাকাউন্ট এর তথ্যাদি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী হয়নি।

১. প্রোফাইল ফটোতে অবশ্যই আপনার মাথা বা হেড (Head), থুতনি, গাল, মুখমন্ডলের অংশ পরিপূর্ণ ভাবে থাকতে হবে। ছবিতে মাথা, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ কেটে গিয়েছে এমন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।

মাথা, থুতনি, গাল, মুখমন্ডলের অংশ কেটে না গিয়ে, মুখমণ্ডল ৯০%-৮০% এর যতটুকু কাছাকাছি রাখা যায় ততটুকু রেখে প্রোফাইল ফটো তুলুন ও আপলোড করুন।

২. প্রোফাইল ফটো অবশ্যই স্পষ্ট হতে হবে। ঝাপসা, অন্ধকার আছন্ন, ছায়া বা সেডো পড়া, আলোর রিফ্লেকশন পড়া কোন ছবি প্রোফাইল ফটো হিসেবে আপলোড করা যাবে না।

ঠিক করুন।

খেয়াল করুন: আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৩ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৩ বার নির্দেশনার মধ্যে আপনি যদি সঠিক ভাবে ও নির্ভুল ভাবে টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সংশোধন করতে ব্যর্থ হোন তবে আপনার এই টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনটি বাতিল হবে।

আপনার এই টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ আবেদনটি বাতিল হলে আগামী ৬ মাসের মধ্যে আপনার নতুন কোন ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

এই গাইডলাইন অনুযায়ী প্রতিটি বিষয় আগামী ৩ দিন অর্থাৎ 05-Feb-2022 11:59 PM এর মধ্যে এক এক করে ঠিক করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

এই গাইডলাইন অনুযায়ী প্রতিটি বিষয় আগামী ৩ দিন অর্থাৎ 05-Feb-2022 11:59 PM এর মধ্যে এক এক করে ঠিক করে এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করা হলে এই আবেদনটি Close করা হবে।

এই আবেদনটি Closed হয়ে যাবার পর, আগামী ৩ মাসের মধ্যে আপনার নতুন কোন ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ’ আবেদন গ্রহণযোগ্য হবে না।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস সাইট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আমি আপনাদের দেওয়া নির্দেশনা মোতাবেক আমার প্রোফাইলটি সংশোধন করেছি। দয়া করে প্রোফাইলটি আরেকবার রিভিউ করুন।

প্রিয় টিউনার,

আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হয়েছে।

আপনি ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর নির্দেশিত তথ্যাদি সফলভাবে সম্পন্ন করে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এ সফল হয়েছেন।

অভিনন্দন আপনাকে!

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফল হওয়ার ফলে আপনি এখন থেকে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন’ এ উল্লেখিত অনুযায়ী সুবিধাগুলো পাবেন।

লক্ষ করুন, আপনার ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ সফলভাবে সম্পন্ন হওয়ায় ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ অ্যাসাইনড হয়েছে কিন্তু ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ এর কোন ব্যাজ আপনার টিউনার প্রোফাইল অথবা টিউনার পিকচারের সাথে দেখতে পাবেন না। শুধুমাত্র টেকটিউনস টিম তা দেখতে পাবে।

‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না। ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ পাওয়ার পর আপনি আপনার টেকটিউনস অ্যাকাউন্ট এর কোনো তথ্য পরিবর্তন বা মুছে ফেললে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ ব্যাজ বাতিল হবে।

তবে ‘টেকটিউনস প্রোফাইল সেটআপ’ গাইডলাইনে নির্দেশিত, টেকটিউনস অ্যাকাউন্ট এর যে প্রোফাইল ফিল্ড গুলো পূরণ করা আবশ্যকীয় নয়, ঐচ্ছিক বা অপশনাল, টেকটিউনস অ্যাকাউন্ট এর সে প্রোফাইল ফিল্ড গুলোর তথ্য আপনি নতুন করে যোগ পরিবর্তন মুছে ফেলতে পারবেন।