ট্রাস্টেড টিউনার হিসেবে আমার এক্টিভিটিগুলো দেখবেন


যদি এক্টিভিটি ঠিক থাকে জানাবেন


দেখা
398
উত্তর
1
2 বছর 3 মাস আগে

ট্রাস্টের টিউনার হিসেবে যে কনটেন্ট টেকটিউনসে লেখা হয় সে কন্টেন্ট টেকটিউনস ছাড়া আর অন্য কোন ইলেকট্রনিক্স ও নন-ইলেকট্রনিক্স মাধ্যমে এমনকি নিজের পার্সোনাল ব্লগ, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ বা অন্য কোথাও যে কোন মাধ্যমে প্রকাশিত অবস্থায় থাকা যায় না। এমনকি ডুপ্লিকেট কনটেন্ট হিসেবে টেকটিউনসেও পুনরায় প্রকাশ করা যায় না। সার্চ ইঞ্জিন ইতিমধ্যে ইনডেক্স করেছে এমন যেকোন কনটেন্ট প্লেজারিজম হিসেবে ডিটেক্ট হয়।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের কন্টেন্ট, সর্বপ্রথম টেকটিউনসে প্রকাশ না করে, পূর্বে টেকটিউনস ছাড়া থার্ডপার্টি কোন মিডিয়াতে প্রকাশ করে তারপর টেকটিউনসে প্রকাশ করলে, টিউন তার অরিজিনালিটি হারায় এবং সে টিউন টেকটিউনস ট্রাসটেড টিউন হিসেবে প্রসেস হয় না।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের ক্ষেত্রে অবশ্যই ‘টিউন এক্সক্লুসিভিটি’ বজায় রাখতে হয়। ‘টিউন এক্সক্লুসিভিটি’ বজায় রাখতে ‘টিউন এক্সক্লুসিভিটি’ গাইডলাইন গুলো মেনে টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে হয়।

পুরো টিউনের কোথাও নিজের সাইট, চ্যানেল, গ্রুপ, পেইজ, সৌশল মিডিয়ার প্রোফাইলের এর লিংক ব্যবহার করা যায় না।

কোন ভাবেই টিউনে শুরুতে, টিউনের শেষে, টিউনের মাঝে, টিউনের বিভিন্ন কিওয়ার্ডে লিংক, টিউনের বিভিন্ন কিওয়ার্ডে ঘন ঘন লিংক করে, ইত্যাদি করে টিউনে কোন প্রকার থার্ড পার্টি লিংক যোগ করা যায় না।

টেকটিউনস ছাড়া অন্য যে কোন ইলেক্ট্রনিকস ও নন-ইলেক্ট্রনিস মাধ্যমেকে ‘থার্ডপার্টি মাধ্যম’ হিসেবে বিবেচনা করা হয়। টেকটিউনস ছাড়া অন্য যে কোন সাইট, নিজের পারসনাল ব্লগ/সাইট, নিজের ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, অন্য যে কোন সৌশল মিডিয়া, ভিডিও চ্যানেল, অ্যাপস, ইলেক্ট্রনিকস ও নন-ইলেক্ট্রনিস বই, পত্রিকা, ম্যাগাজিন, টিভি, স্ট্রিমিং সার্ভিস মাধ্যম, ‘থার্ডপার্টি মাধ্যম’ হিসেবে বিবেচনা করা হয়।