ট্রাস্টেড টিউনার এর আবেদন করার জন্য কি চেইন টিউন করা যাবে?

চেইন টিউন ট্রাস্টেড টিউনার

আমি এখনো ট্রাস্টেড ব্যাজ পাইনি।  আমি আপনাদের শর্ত মোতাবেক ১০ টি টিউন লিখার জন্য চেইন টিউন করতে চাইতেছি।  আমি চেইন টিউন করলে কি ব্যাজ পেতে পারবো।


দেখা
367
উত্তর
3
2 বছর 2 মাস আগে

টেকটিউনস ট্রাসটেড টিউনার আবদেনের গাইডলাইন অনুয়ায়ী সব ঠিক থাকলে চেইন টিউনও করা যাবে।

চেইন টিউনের টপিক ইউনিক, অত্যাধুনিক ও অ্যাডভান্স লেভেলের হতে হয়। ‘ব্লগারে ব্লগ করুন’, ‘PHP এর বেসিক’, ‘HTML শিখুন’, ‘CSS শিখুন’ এ টাইপের বেসিক টিউন টপিক নিয়ে করা টিউন টেকটিউনস ট্রাসটেড টিউন হিসেবে বিবেচিত হয় না।

চেইন টিউনের টপিক ইউনিক, অত্যাধুনিক ও অ্যাডভান্স লেভেলের হতে হয়।

আপনি কী টিউন টপিক নিয়ে চেইন করতে চাচ্ছেন?

আমি ‘HTML’ নিয়ে লিখতে চেয়েছিলাম। যেহেতু, এটি বেসিক টপিক এর আওতায় পরে তাই আমি এটি নিয়ে লিখতে চাইছি না।