টিউন লিখে ড্রাফট সংরক্ষন করতে যাবার সময় একাউন্ট লগ আউট হয়ে গেলে কি করবো?

টেকটিউনস বাগ রিপোর্ট

আমি আজকে একটি সম্পূর্ণ টিউন লেখার পর সেটিকে যখন Draft-এ সংরক্ষণ করার জন্য যখন ক্লিক করলাম, তখন আমাকে অ্যাকাউন্ট থেকে বের করে দিয়ে লগ আউট করে দিল। এক্ষেত্রে আমার সেই টিউন টি আর সংরক্ষন হয়নি। আমি পরবর্তীতে লগইন করার পর দেখতে পাই সেই লেখাটি সংরক্ষন হয়নি। এক্ষেত্রে আমার আজকের দিনের পরিশ্রমই বৃথা হয়ে গেল।

টেকটিউনসে আমার ক্ষেত্রে এরকম বড় দুর্ঘটনা হওয়ার কারণ কি? টিউন লিখে Draft-এ সংরক্ষণ করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেল এবং আমি আমার লেখাগুলো কে হারালাম। 😢

আমার মতে, টেকটিউনসে লেখার ক্ষেত্রে Auto save সুবিধা যুক্ত করা উচিত।

 


দেখা
724
উত্তর
2
2 বছর 6 মাস আগে

যেকোনো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা অ্যাপের একটি নির্দিষ্ট লগইন সেশন থাকে।

টেকটিউনসে একবার লগইন করলে সাধারণভাবে লগইন সেশন 48 ঘন্টা হয়। আর যদি ‘Remember me’ অপশন চেক করে লগইন করা হয় তবে সে লগইন সেশন 14 দিন হয়।

এছাড়া আপনি যদি টেকটিউনসে লগইন এর পর, টিউন করাকালীন আপনার ব্রাউজারের কুকি ক্লিন করেন তাহলে আপনার টেকটিউনস লগইন সেশন এক্সপায়ার্ড হয়ে যাবে।

এর জন্য টিউন করা কালীন আকস্মিক লগইন সেশন এক্সপায়ার্ড হয়ে যাওয়া এড়াতে সব সময় ‘Remember me’ অপশন চেক করে লগইন করুন।

গুড প্র্যাকটিস হবে সব সময় নতুন টিউন করার আগে লগ আউট হয়ে ‘Remember me’ অপশন চেক করে লগইন করে টিউন করা শুরু করুন। অথবা আপনি যদি সব সময় টেকটিউনস ওপেন করে রাখেন আপনার কম্পিউটারে অথবা মোবাইলে তবে খেয়াল রাখুন যেন প্রতি 12-13 দিনে অন্তত একবার লগ আউট করে ‘Remember me’ অপশন চেক করে লগইন করা হয়।

যদি আপনার লগইন সেশন
না এক্সপায়ার হয়ে যেয়ে থাকে এবং টিউন করাকালীন কোন কারণে ব্রাউজার হ্যাং করে অথবা ব্রাউজার ক্লোজ হয়ে যায় এবং আপনার ব্যবহৃত ব্রাউজারটি যদি ব্রাউজার ক্যাশ সাপোর্ট করে তবে পুনরায় ব্রাউজার ওপেন করলে আপনি টেকটিউনস এডিটরে যাই লেখেন না কেন তা ব্রাউজার ক্যাসে হিসেবে টেকটিউনস এডিটরে বহাল থাকে।

অটো সেভ এর অপশন টি টেকটিউনসে বিবেচনায় রয়েছে।

এই সমস্যাট খুব বড় একটি সমস্যা এবং আমার মতে “remember me” দিলেও Auto Save or Save Draft অপশন থাকা উচিত।