টেকটিউনসে নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না

টিউনার রেজিস্ট্রেশন

আমার এক বন্ধু টেকটিউনসে নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছে, কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। এক্ষেত্রে সবকিছু সাবমিট করে একাউন্ট খোলার পর Forget password করলে, পরবর্তীতে মেইল থেকে Password Recover এর লিঙ্কে ক্লিক করলে Webpage is Blocked লেখা দেখায়।


দেখা
282
উত্তর
1
4 বছর 4 মাস আগে

বিষয়টি ‘টেকটিউনস কোড অপস’ টিমকে অবগত করা হয়েছে। ‘টেকটিউনস কোড অপস’ টিম বিষয়টির Root Cause অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপডেট জানাবেন।

সাময়িক সমাধান হিসেবে কাজটি যে কোন ভিপিএন ব্যবহার করে করলে হয়ে যাবার কথা।