টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর জন্য আবেদন

ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর

আমি নতুন ট্রাসটেড টিউনার হবার পর, কয়েকমাস পর ইনঅ্যাটিভিটির জন্য ট্রাসটেড টিউনার ব্যাজ সিস্টেম থেকে অপসারিত হয়। পরবর্তীতে ট্রাসটেড টিউনার ব্যাজ রিস্টোর গাইডলাইন অনুযায়ী আমি ৬টি টিউন এবং ৪টি টিউন টাস্ক সম্পন্ন করেছি।

টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ রিস্টোর গাইডলাইন অনুযায়ী, আমি আমার ট্রাসটেড টিউনার ব্যাজ রিস্টোর করার আবেদন জানাচ্ছি।


দেখা
486
উত্তর
2
2 বছর 7 মাস আগে

প্রিয় টিউনার, আতিকুর ইসলাম,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ৬টি টিউন এবং ৪টি টিউন টাস্ক, টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার, আতিকুর ইসলাম,

আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর’ এর সকল ধাপ সফল ভাবে সম্পন্ন করেছেন এবং সফল ভাবে টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ রিস্টোর এর শর্তসমূহ নিশ্চিত করেছেন।

আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ সফল ভাবে রিস্টোর হয়েছে। অভিনন্দন আপনাকে!

আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ’ রিস্টোর হবার ফলে আপনার ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ’ অপসারিত হবার পূর্বে প্রকাশিত টিউন গুলোর, ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ’ রিস্টোর করতে প্রকাশিত ১০ টি টিউন গুলোর ও অন্য যে কোন প্রকাশিত টিউন গুলোর, যে গুলোর ক্যাশ প্রসেস হয়নি, সে টিউন গুলোর ক্যাশ প্রসেস হবে, যদি সে টিউন গুলো কোন কারণে বাতিল না হয় এবং আগামী ৬০ দিন ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট প্রভিশন পরিয়ডের শর্ত অনুযায়ী ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হবে।

আশা করা যাচ্ছে আপনি টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী নিয়মিত অ্যাক্টিভ (Active) থেকে, হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং টিউন টপিক তৈরি করে, ১০০% প্লেজারিজম (Plagiarism) মুক্ত, ইউনিক, ট্যাকনিক্যাল টিউন প্রকাশ করবেন এবং টিউন টাস্ক সঠিক ভাবে সম্পন্ন করে সাবমিট করবেন।

ধন্যবাদ।