সৌজন্যে লিংকে আফিলিয়েট লিংক দেওয়া যাবে কি?

টিউন গাইডলাইন টেকটিউনস সৌশল মিডিয়া

টিউন এর ভেতরে এফিলিয়েট লিংক না দিয়ে যদি সৌজন্যে লিংক হিসেবে এফিলিয়েট লিংক দেই, তবে দিতে পারবো কি?


দেখা
342
উত্তর
2
2 বছর 9 মাস আগে

টেকটিউনস টিউনার গাইডলাইন ও টেকটিউনস ট্রাস্টেড গাইডলাইন অনুযায়ী ​টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে কোন ধরনের অ্যাফিলিয়েট লিংক টিউনের কোথাও ব্যবহার করা যায় না। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে অ্যাফিলিয়েট এর সাথে জড়িত কোন পণ্য বা সেবার টিউন করা যায় না।

ট্রাস্টের টিউনার হিসেবে এ জাতীয় কাজ করা হলে ট্রাস্টের টিউনারশীপ বাতিল হতে পারে।

ট্রাস্টের টিউনার হিসেবে শুধুমাত্র টেকটিউনস কনটেন্ট অপস থেকে কোন টিউন অ্যাসাইন করা হলে এবং অ্যাসাইন করা টিউনে অ্যাফিলিয়েট লিংক যোগ করার কোন ধরনের নির্দেশনা থাকলে টিউনে অ্যাফিলিয়েট লিংক যোগ করা যায়। অন্যথায় টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে কোন ধরনের অ্যাফিলিয়েট লিংক টিউনের কোথাও ব্যবহার করা যায় না। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে অ্যাফিলিয়েট এর সাথে জড়িত কোন পণ্য বা সেবার টিউন করা যায় না।

টেকটিউনস টিউনার গাইডলাইন ও টেকটিউনস ট্রাস্টেড গাইডলাইন অনুযায়ী ​টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে কোন ধরনের সৌজন্য লিংক টিউনে যোগ করা যায় না। সৌজন্য লিংক শুধুমাত্র নন-ট্রাস্টেড টিউনারদের জন্য একটি অপশন।