আমি কি কোয়ালিটি টিউনার ব্যাজ পেতে পারি?

টিউনার ব্যাজ

আমি যদি বর্তমানে কোয়ালিটি টিউনার ব্যাজ পাবার গাইডলাইন অনুযায়ী টিউন করি, তবে কি আমাকে এখন কোয়ালিটি টিউনার ব্যাজ দেওয়া হবে?


দেখা
349
উত্তর
1

টেকটিউনসে বর্তমানে

১. ট্রাসটেড টিউনার ব্যাজ
২. ভেরিফাইড টিউনার ব্যাজ
৩. অরিজিনাল টিউনার ব্যাজ
৪. রাইজিং কোয়ালিটি টিউনার ব্যাজ
৫. কোয়ালিটি টিউনার ব্যাজ

রয়েছে।

টেকটিউনস ব্যাজ অর্জন, বর্তমানে টেকটিউনস জেমস এর সংখ্যার, টিউনের ভিউ এর উপর নির্ভর করে না। ১. ট্রাসটেড টিউনার ব্যাজ ও ২. ভেরিফাইড টিউনার ব্যাজ টেকটিউনসে সুনির্দিষ্ট গাইডলাইন ফলো করে আবেদনের ভিত্তিতে অর্জন করতে হয়। টেকটিউনস টিউনার লেভেল, টেকটিউনস জেমস এর সংখ্যার উপর নির্ভর করে ও টেকটিউনস জেমস বৃদ্ধির সাথে সাথে টেকটিউনস টিউনার লেভেলও বৃদ্ধি পায়।

টেকটিউনস টিউন গাইডলাইন সম্পূর্ণ রূপে ফলো করে প্রতি টিউনের শব্দ সংখ্যা ৮০০ এর অধিক রেখে ইউনিক টপিকের টিউন করে

প্রথম ২৫ টি টিউন প্রকাশের পর ৩. অরিজিনাল টিউনার ব্যাজ,
প্রথম ৫০ টি টিউন প্রকাশের পর ৪. রাইজিং কোয়ালিটি টিউনার ব্যাজ
প্রথম ১০০ টি টিউন প্রকাশের পর ৫. কোয়ালিটি টিউনার ব্যাজ

অর্জন করা যায়।

৩. অরিজিনাল টিউনার ব্যাজ, ৪. রাইজিং কোয়ালিটি টিউনার ব্যাজ ও ৫. কোয়ালিটি টিউনার ব্যাজ এর জন্য কোন আবেদন করতে হয় না। উপরে উল্লেখিত নির্দেশনা মেনে নিয়মিত টিউন করতে হয়।

একজন টিউনার একাধিক টিউনার ব্যাজ অর্জন করতে পারে।