টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড (NID) এর অনলাইন কপি ব্যবহার করা যায় কী?

টেকটিউনস অ্যাকাউন্ট

আমার স্মার্ট কার্ড নাই, কিন্তু অনলাইন থেকে ন্যাশনাল আইডি কার্ড (NID) এর অনলাইন কপি আছে। এক্ষেত্রে আমি কিভাবে টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড (NID) দিবো?


দেখা
359
উত্তর
3

অনলাইন কপি দিয়ে করা যাবে তবে স্ক্রিনসট দিয়ে নয়। টেকটিউনস একাউন্ট ভেরিফিকেশন এর বিশেষ গাইডলাইন রয়েছে সে অনুযায়ী আপনার NID আপলোড করতে হবে। যদি আপনি ট্রাস্টেড টিউনার ব্যাজ পান তখন আপনার প্রথম পেমেন্ট পে আউট হওয়ার সময় আপনার টেকটিউনস একাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা আপনাকে আপনার টেকটিউনসের মেসেজ বক্সে দেওয়া হবে।

অনেক ধন্যবাদ
ট্রাস্টেড ব্যাজ পাবো ইনশাআল্লাহ।