ট্রাসটেড টিউনে আমি কি আমার নতুন টিউনে পূর্ববর্তী কোন টিউনের লিংক বা রেফার করতে পারি?

ট্রাস্টেড টিউনার

আমি একটা বিষয় জানতে চাই, ধরেন আমি প্রথমে একটি টিউন করেছি যেখানে কিভাবে ফ্রিতে ডোমেইন কিনতে সেই বিষয়ে আলোচনা করেছি। এরপর আরেকটা টিউন করতে যাচ্ছি যেখানে কিভাবে ফ্রিতে ওয়েব সাইট তৈরি করতে হয় সেই বিষয়ে আলোচনা করবো। কিন্তু এই টিউনেও কিভাবে ফ্রিতে ডোমেইন কিনতে হয় সেই বিষয় আলোচনা করতে হয় তাহলে আমি কি আগের টিউনের লিংক এই টিউনে দিতে পারবো বা বলতে পারবো? এর আমি আমার নতুন টিউনটির বিষয় নিয়ে আলোচনা করবো।


দেখা
348
উত্তর
1
5 বছর 3 মাস আগে

নিজের আগের টিউন, নতুন টিউনে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে। তবে টিউন অবশ্যই টেকটিউনসে করা থাকতে হবে। টেকটিউনস ছাড়া অন্য কোন সাইট বা ওয়েবে নয়।