আমার প্রোফাইল এবং টিউন সার্চ করেও পাওয়া যাচ্ছে না

টিউনার প্রোফাইল টেকটিউনস অ্যাকাউন্ট

টেকটিউনস আপডেট হবার পর থেকে আমার প্রোফাইল এবং টিউন সার্চ করেও পাওয়া যাচ্ছে না। কেবলমাত্র লগইন করলেই পাওয়া যায়। প্রোফাইল হলো rezwansaki। লগইনও হয় না। হঠাৎ করে লগইন হয়েছিল একবার, কিন্তু এখন আর হয় না। পোস্টগুলো এবং ক্যাটেগরীও এলোমেলো মনে হয়। আগের ভার্সনটাই বেটার ছিল সব থেকে।


দেখা
666
উত্তর
2

আপনার প্রোফাইলে সকল টিউন রয়েছে https://www.techtunes.io/techtuner/rezwansaki/

আপনি কোথায় সার্চ করছেন?

    আমি যখন সার্চ করেছিলাম তখন কোন এক কারনে কোন টিউন দেখাচ্ছিল না। আমি ঠিক মতই সার্চ করেছিলাম যেমনটা সার্চ করে অন্যান্য টপিক খুঁজে বের করি।