কাঙ্খিত টিউন ক্যাটাগরি সার্চ করলেও পাওয়া যাচ্ছে না এবং টিউন ভিউ কাউন্ট হচ্ছে না

টিউন ম্যানেজ

কিছুক্ষণ আগে এফএম জ্যামার বিষয়ে একটি টিউন করি কিন্তু সেটির জন্য ইলেকট্রনিক্স ক্যাটাগরি সার্চ করেও খুঁজে পাইনি তাই "অন্যান্য" ক্যাটাগরিতে টিউন করতে বাধ্য হই। লিংক→ https://www.techtunes.io/other/tune-id/605434 এমনকি এই ডেস্ক লেখা অবধি প্রায় আধা ঘন্টা হলো কোন ভিজিট কাউন্ট হয়নি; ভিন্ন ডিভাইস হতেই ট্রাই করেছি তবে ভিউ কাউন্ট হয়নি। আশা করি টেকটিউনস কন্ট্রোল প্যানেল বিষয়টা সলভ করবেন।


দেখা
613
উত্তর
4

প্রিয় টিউনার অনেক ধন্যবাদ বিষয়টি আমাদের অবগত করবার জন্য। টিউন বিভাগ টিউন ম্যানেজমেন্ট প্যানেলে না পাওয়ার বিষয়টি সমাধান করা হয়েছে। আপনি এখন টেকটিউনস এর সকল বিভাগ টিউনার বিভাগ ম্যাটাবক্সে সার্চ করে খুঁজে পাবেন ও নির্দিষ্ট বিভাগে টিউন প্রকাশ করতে পারবেন।

টিউন ভিউ কাউন্ট না হওয়ার বিষয়টি Techtunes CodeOps টিম এ Techtunes DevOps টিমকে অবগত করা হয়েছে খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে বলে আশা করি। এবং ঠিক হবার পর আমরা আপডেট জানাবো।

ধন্যবাদ

টিউন ভিউ কাউন্ট না হওয়ার সমস্যাটি ঠিক করা হয়েছে। ধন্যবাদ।

শুভেচ্ছা প্রিয় টিটিসি