টিউন ভিউ কম দেখানো প্রসঙ্গে

টেকটিউনস অ্যাকাউন্ট

টিউন ভিউ কম দেখানোর ব্যাপারে আমি একটা টিউন দিয়েছিলাম ৩ সপ্তাহ ২ দিন আগে। আমাকে বলা হয়েছিল "বিষয়টি Techtunes CodeOps টিমের কাছে রিপোর্ট করা হয়েছে। Techtunes CodeOps টিমের কাছ থেকে আপডেট পেলে আমরা আপনাকে জানাবো। "

অনেকদিন হয়ে গেল এখন পর্যন্ত এই ব্যাপারে কোন আপডেট পাইনি। তাই এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।


দেখা
722
উত্তর
1

আপনার একাউন্টে টোটাল টিউনভিউ কম কেন দেখাচ্ছা তা প্রকৃত কারণ এখনও ডিটেক্ট করা যায়নি। যেহেতু আপনার টিউনের টিউন ভিউ ঠিক দেখাচ্ছা। আপনি অপেক্ষা করুন আপনার টেকটিউনস CodeOps টিমে কে জানিয়ে রেখেছি। টেকটিউনস এর পরবর্তি আপডেটে ঠিক হয়ে যাবে আশা করি।