কিছু কিছু টিউন প্রাইভেট করা হোক

টিউন রিপোর্ট

কিছু কিছু টিউন আছে যে গুলোর নির্দিষ্ট সময় পর আর কার্যকারিতা থাকে না। যেমন মোবাইল ফোন অপারেটরদের অফার, এস এস সি পরীক্ষার ফল প্রকাশ ইত্যাদি। কেননা এই ধরনের টিউনের কারণে অনেক ভাল ভাল টিউন রাঙ্ক পায় না। অনেকে ভাল টিউন দেখা থেকে বঞ্চিত হন। অনেকে আবার বিরক্তিবোধও করেন। সুতরাং এই ধরনের টিউনগুলো যখন কার্যকারিতা হারিয়ে ফেলবে তখন তা প্রাইভেট করা হোক।


দেখা
1,136
উত্তর
2
7 বছর 3 মাস আগে

টিউন র‌্যাংকিং সিস্টেমে টিউন টেকটিউনস গাইডলাইন মোতাবেক না হলে না এমনিতেই নেগেটিভ র‌্যাংক পায়। তাই এধরনের টিউন গুলো নেগেটিভ র‌্যাংক পায়। তবে সকল টিউনই টেকটিউনস টিউন রিপোজিটরিতে থাকে যদি না টেকটিউনস থেকে অত্যাধিক স্প্যামকৃত টিউন ডিলিট করা না হয়।

তাই টিউন প্রাইভেট, টেকটিউনস সাইট Ops এর জন্য কোন অপশন নয়। টিউন প্রাইভেট টিউনার এর জন্য একটি অপশন প্রাইভেট টিউন প্রকাশ করলে সেটি টেকটিউনস রিপোজিটরিতে প্রকাশ পাবে কিন্তু টেকটিউনস এর টিউন স্ট্রিমে দেখা যাবে না। টিউনার শুধু মাত্র যাদের টিউন এর লিংক শেয়ার করবে তারা টিউন দেখতে পাবে। ধন্যবাদ।