টেকটিউনস ফ্রেন্ড লিস্ট অনলাইন

টেকটিউনস ফিচার রিকোয়েস্ট

ফেসবুকের অনলাইন সিস্টেমের মতো টেকটিউনসতেও টিউনারের ফ্রেন্ড লিস্টে যারা যারা রয়েছেন তাদের অনলাইন স্ট্যাটাস ফেসবুকের মতো লাইভ দেখানো সিস্টেমটা টেকটিউনসতে আনা যায় তাহলে খুবই ভালো হবে।

ফেসবুকে যেমন ভিজিটের সময় ডান দিকে চ্যাট বক্স চলে আসে আর সেখানে ফ্রেন্ড লিস্টের কারা কারা অনলাইনে রয়েছেন সেটা দেখা যায় টেকটিউনসতে সেরকম কিছু করা যায় কিনা সেটা জানতে চাচ্ছি।

তাহলে টেকটিউনসে ভিজিটের সময় ওই মুহুর্ত্বে টিটি টিউনার ফ্রেন্ডলিস্টে কারা কারা অনলাইনে রয়েছেন সেটা দেখা যাবে এবং ব্যবহারকারীর সাথে টিউনারের মেসেঞ্জারের যোগাযোগ ফিচারটি পূর্ণতা পাবে।


দেখা
777
উত্তর
উত্তর দিন
7 বছর 6 মাস আগে